ময়মনসিংহে আ. লীগের সাধারণ সম্পাদক প্রার্থীর ফেস্টুন রং দিয়ে নষ্ট করল দুর্বৃত্তরা

ময়মনসিংহ ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২২, ২২:১৪
অ- অ+

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন আগামী ৩ ডিসেম্বর। সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজনৈতিক অপতৎপরতা শুরু হয়ে গেছে। এরমধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোহিত উর রহমান শান্তর লাগানো ফেস্টুন রং দিয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা।

বুধবার মধ্যরাতে মহানগরীর টাউনহল, জেলা স্কুল মোড়, রেলির মোড়, নতুনবাজার, চরপাড়া, বাইপাসসহ ১০ থেকে ১২টি গুরুত্বপূর্ণ পয়েন্টে তিন শতাধিক ফেস্টুন নষ্ট করা হয়।

প্রার্থী মোহিত উর রহমান শান্ত বলেন, সম্মেলনকে কেন্দ্র করে একটি মহল বিশৃঙ্খলা করার জন্য ফেস্টুন নষ্ট করেছে। এটা অপরাজনীতি ছাড়া কিছু নয়। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি পুলিশকে জানিয়েছি।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ বলেন, আমরা মৌখিক অভিযোগ পেয়েছি। সিসি ক্যামেরা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। এছাড়া সম্মেলন পর্যন্ত রাতে পুলিশি টহল বাড়ানো হচ্ছে।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা