আদালতের আদেশ অমান্য করলে আ.লীগ রাস্তায় দাঁড়াবে: ড. গোলাপ

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২২, ২২:৫৫
অ- অ+

‘এতিমদের টাকা চুরি করে আত্মসাৎ করায় খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হয়ে জেলখানায় ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর মানবতায় জন্য তিনি এখন বাসায় আছেন। সেই সাজাপ্রাপ্ত আসামি কি করে একটি জনসভায় পাবলিক মিটিংয়ে উপস্থিত হতে পারবেন। জেল থেকে জনসভায় সমাবেশে আসতে পারমিশন লাগবে এটা আদালতের ব্যাপার। আদালত পারমিশন দিলে জনসভায় যাবেন। তারা যদি অন্যায়ভাবে কোন কিছু করতে চায় আদালতের আদেশ লঙ্ঘন করে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় দাঁড়াবে।’

শুক্রবার রাতে মাদারীপুরের কালকিনি উপজেলা আ.লীগ কার্যালয়ে বাংলাদেশ আ.লীগের ২২তম জাতীয় সম্মেলনে যোগদানের প্রস্তুতি সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- সংরক্ষিত আসনের সাংসদ তাহমিনা বেগম, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, পৌর মেয়র এস এম হানিফ, উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারন সম্পাদক লোকমান সরদার, সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ প্রমুখ।

এসময় ড. গোলাপ আরো বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় গেলে সাধারণ মানুষের ভাগ্যের উন্নতি হয়। তাই আগামীতেও আ.লীগকে ক্ষমতায় আনতে নৌকায় ভোট দিতে হবে। তাহলে এই দক্ষিণাঞ্চলের উন্নতি চোখে পড়ার মতো হবে। ইতোমধ্যে পদ্মা সেতু হওয়ায় আড়াই ঘণ্টায় ঢাকা থেকে মাদারীপুর আসা যায়। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।’

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরিজ হারের পর ব্যর্থতা স্বীকার করে যা বললেন মিরাজ
আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ
বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা  
পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের রহস্যজনক মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা