সিএনজি অটোরিকশার দৈনিক জমা বৃদ্ধির প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২২, ১৪:৩৪

সিএনজি অটোরিকশার দৈনিক জমা বৃদ্ধির প্রক্রিযা, চালকদের নানাভাবে হয়রানি ও জুলুম করার করার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ অটোরিকশা-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সিএনজি অটোরিকশা মালিকদের অতি মুনাফা ও চালকদের জুলুমের হাতিয়ার হিসেবে বিআরটিএ সহযোগিতা করছে। মালিকদের জুলুম ও অতিরিক্ত জমা আদায়ের কারণে যাত্রীদেরকে যথাযথভাবে সেবা দিতে পারছেন না চালকরা। এ বিষয়ে দীর্ঘদিন ধরে চালকরা প্রতিবাদ করে আসছে। মালিকদের জুলুমের কারণে এই পরিবহন খাতে বিশৃঙ্খলা বন্ধ করা যায়নি।’

মানববন্ধনে সভাপতির বক্তব্যে অটোরিকশা-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শিকদার বেনজির বলেন, ‘বিআরটিএ এখন আর সেবামূলক প্রতিষ্ঠান নয়। এটা এখন চালকদের জুলুম ও নির্যাতনের কারখানায় পরিণত হয়েছে। বিআরটিএ যদি অবৈধ ও অ-অনুমোদিত শ্রমিক সংগঠন নিয়ে চালকদের ওপর কোনো সিদ্ধান্ত চাপানোর চেষ্টা করে তাহলে সফল আইনি কর্মসূচির মাধ্যমে তা প্রতিহত করা হবে।’

ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম ফারুক বলেন, ‘আমরা মালিকদের অতিরিক্ত জমা আদায় ও জুলুম বন্ধের দাবিতে বিআরটিএতে শ্রমিক-মালিকদের বৈঠকের জন্য লিখিত আবেদন করেছি। তারা সেটা স্থগিত করে দিয়েছে। পরবর্তীতে আমরা জানতে পেরেছি ৬ ডিসেম্বর মালিকদের দৈনিক গাড়ির জমা বৃদ্ধির জন্য অনিবন্ধিত ও অ-অনুমোদিত শ্রমিক সংগঠনকে নিয়ে একটি সভার আয়োজন করা হয়েছে। শ্রম আইনে নিবন্ধনহীন সংগঠন কোনো প্রকার আইনি সিদ্ধান্ত নিতে পারে না। আমরা মনে করি এটি অন্যায়। সরকারি বিধিবহির্ভূত। শ্রমিকরা ঐ অবৈধ সভার সিদ্ধান্ত মানবে না। ঐ সভায় শ্রমিকদের ওপর যে কোনো অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিলে তা প্রতিহত করার জন্য যে কোনো আইনগত সিদ্ধান্ত নিতে শ্রমিকরা বাধ্য হবে।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন রফিকুল ইসলাম, মো. নোয়াব আলী, ফারুক চৌধুরী, বাচ্চু মিয়া, আনোয়ার আলী, আকরাম হোসেন মন্টু প্রমুখ।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/একে/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

দুই জাহাজের অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কি না, তা খুঁজতেই তদন্ত কমিটি

পুলিশকে জনবান্ধব করতে জোর দেবে সংস্কার কমিশন: সফর রাজ হোসেন

দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে সেনাবাহিনী: প্রধান উপদেষ্টা

ওবায়দুল কাদের-নানক-ডিবি হারুনদের গ্রেপ্তারের বিষয়ে যা বললো র‍্যাব

পূজামণ্ডপে ব্যাগ-পোটলা নিষিদ্ধসহ একগুচ্ছ পরামর্শ পুলিশ সদর দপ্তরের

পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতি ১৪ হাজার ৪২১ কোটি টাকা, ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা: সিপিডি

ঢাকায় এসে ছিনতাইকারীর হাতে খুন হলেন পাবনার যুবক

রাজধানীতে ২৫৭ মণ্ডপে হবে দুর্গাপূজা, চলছে জোর প্রস্তুতি

ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

এবার রাজধানীতে ২৫৭ মণ্ডপে হবে দুর্গাপূজা

এই বিভাগের সব খবর

শিরোনাম :