ঢাকা ছাড়লেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, রেখে গেলেন সম্পর্ক উন্নয়নের বিশেষ বার্তা

বাংলাদেশে সংক্ষিপ্ত শেষে ঢাকা ছেড়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমান মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে।
এদিন দুপুরে এক ঝটিকা সফরে ঢাকায় এসে পৌঁছান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদের চার সদস্যসহ ৫৮ সদস্যের একটি প্রতিনিধিদল তার সঙ্গে ছিলো।
সংক্ষিপ্ত সফরে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের সরকারপ্রধান ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে পৃথক বৈঠক করেন।
বৈঠকে বছরে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, মানব সম্পদ যোগাযোগ, সংস্কৃতি, পর্যটন ও শিক্ষা, মুক্ত বাণিজ্য চুক্তি, কর্মসংস্থান তৈরি, ভিসা সহজীকরণ এবং উচ্চশিক্ষা, রোহিঙ্গা সমস্যাসহ নানান বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশের পক্ষ থেকে জনশক্তি রপ্তানি, অর্থনৈতিক সংস্কার, আসিয়ানের সদস্যপদ লাভে সহায়তাসহ নানা বিষয়ে আলোকপাত করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এই সফরে সম্পর্ক উন্নয়নে বিশেষ বার্তা রেখে যান মালয়েয়িশার প্রধানমন্ত্রী। বাংলাদেশের পক্ষ থেকেও প্রত্যাশা ব্যক্ত করা হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে।’
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, সম্প্রতি টিকিট জটিলতার কারণে মালয়েশিয়ায় যেতে না পারা বাংলাদেশি ১৮ হাজার শ্রমিককে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। এছাড়া মালয়েশিয়ায় আরও জনশক্তি নেওয়া হবে। তবে এক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে বলেন মালয়েয়িশার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
এসময় মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম আরও বলেন, ‘দুই দেশের অর্থনীতিতে বাংলাদেশের কর্মীদের অবদান গুরুত্বপূর্ণ। টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার শ্রমিককে সব সহায়তা দেওয়া হবে। এই অঞ্চলকে শান্তিপূর্ণ দেখতে আসিয়ানকে আরও কার্যকর করতে চায় মালয়েশিয়া।’
বাংলাদেশে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এই সফর দুদেশের সম্পর্ক উন্নয়নে একটি মাইলফলক হয়ে থাকবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘এই সফর দুটি দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’
(ঢাকাটাইমস/০৪অক্টৈাবর/এসআইএস)

মন্তব্য করুন