নরসিংদীতে কলা ক্ষেত থেকে দুই মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২২, ১৭:১৯| আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৭:২০
অ- অ+

নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের একটি কলা ক্ষেত থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির রক্তাক্ত ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকালে এই দুই লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, ওই গ্রামের কাছে একটি কলা ক্ষেতে কে বা কারা দুই ব্যক্তিকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়।

দুপুরে এলাকার কৃষকরা জমিতে ধান কাটতে যাবার সময় কলা বাগান তাদের লাশ পড়ে থাকতে দেখে। পরে রায়পুরা থানা পুলিশকে ঘটনাটি অবহিত করার পর পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এদের বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। উভয়ের পরনে লুঙ্গি ও গায়ে শার্ট ছিল। খবর পেয়ে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত দুই জনের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরিচয় নিশ্চিত করার জন্য ফিঙ্গার প্রিন্ট নেয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা