মোটরসাইকেলে দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২২, ১৮:০৬| আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৮:০৮
অ- অ+

দিনাজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি কুকুরও মারা গেছে। মঙ্গলবার দুপুর একটায় দিনাজপুরের কাহারোল উপজেলার পূর্ব মল্লিকপুর কলেজের সামনে দশমাইল-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারীর সৈয়দপুর উপজেলার নয়াবাজার হাওলাদারপাড়ার মৃত সামছাদের ছেলে শাহীন মিয়া (৪০) ও একই উপজেলার সাহেদপাড়ার মজনু মিয়ার ছেলে মো. শহীদ (৩৮)।

দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সৈয়দপুর থেকে একটি মোটরসাইকেলে দু'জন বীরগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে কাহারোল উপজেলার তেরমাইল পূর্ব মল্লিকপুর কলেজের সামনে একটি কুকুর দৌড়ে রাস্তা পার হচ্ছিল। এসময় মোটরসাইকেলটির সাথে কুকুরটির সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দু'জন আরোহী এবং কুকুরটিরও মৃত্যু হয়। পরে মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ।

এ ঘটনায় দশমাইল হাইওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা