চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ব্যবসায়ী নিহত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২২, ১৭:১৮

নওগাঁর রাণীনগরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে কাজল সরকার (৩৮) নামে এক মাদুর ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার দুপুর ২টার দিকে রাণীনগর রেলওয়ে স্টেশনে রুপসা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কাজল সরকার উপজেলার সদেরর খট্টেশ্বর গ্রামের কালী চরণ সরকারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কাজল একজন মাদুর ব্যবসায়ী। গত কয়েকদিন আগে তিনি মাদুর বিক্রি করতে নাটোরে যান। রবিবার ছিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস ট্রেনযোগে নাটোর থেকে বাড়িতে ফিরছিলেন কাজল। দুপুর ২টার দিকে ট্রেনটি রাণীনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় কাজল চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে গেলে ট্রেনে কাটা পড়ে তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাজলকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :