বাংলাদেশের মানুষের ভালোবাসা বর্ণনাতীত: আর্জেন্টিনার প্রেসিডেন্ট

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৬:৩৯ | প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২২, ১৬:০৯

ফিফা বিশ্বকাপের ২২তম আসরের চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সেই বার্তার জবাব দিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট অ্যাঞ্জেল ফার্নান্দেস। প্রেরিত এই বার্তায় বাংলাদেশের মানুষের ভালোবাসা বর্ণনাতীত বলে অ্যাখ্যা দিয়েছেন তিনি।

বাংলাদেশে কী পরিমাণ আর্জেন্টিনার সমর্থক রয়েছে, সেটা এবার দেখেছে বিশ্ববাসী। কাতার বিশ্বকাপ শুরু হওয়া থেকে শুরু করে আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপ ঘুচানোর দিন পর্যন্ত এ দেশে চলেছে মাসব্যাপী উদযাপন। মেসির দেশটিকে অভিনন্দন জানাতে ভুল করেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বাংলাদেশ সরকারপ্রধানকে ধন্যবাদ জানালেন অ্যাঞ্জেল ফার্নান্দেস। ধন্যবাদ জ্ঞাপন করে তিনি লেখেন, ‘ধন্যবাদ শেখ হাসিনা এবং পুরো বাংলাদেশের জনগণকে। ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের যে ভালোবাসা দেখেছি, তা বর্ণনাতীত। নীল-সাদা পতাকার পাশাপাশি আমাদের দেশে লাল-সবুজের পতাকাও উড়ছে। আসুন, এই সম্পর্ককে আরও গভীর করি।’

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বার্তায় বলেন, ‘আর্জেন্টিনার দুর্দান্ত জয়ে বাংলাদেশের জনগণ ও আমার নিজের পক্ষ থেকে আপনাকে, আর্জেন্টিনা প্রজাতন্ত্রের বন্ধুত্বপূর্ণ জনগণ এবং বিশ্বকাপজয়ী দলকে আন্তরিক অভিনন্দন জানাই।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আপনার জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ জয়ের স্বতঃস্ফূর্ত উদযাপনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ প্রশংসা ও ভালোবাসার পরিচয় দিয়েছে। আমাদের দুই দেশের জনগণের মধ্যে এই অভূতপূর্ব ভালোবাসা, স্নেহ ও দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্কের পথ প্রশস্ত করেছে।’

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

গণমাধ্যমের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

ভোক্তার কাছে প্রতিনিয়ত সস্তা হচ্ছে তামাকজাত দ্রব্য: গবেষণা

প্রথম ধাপে ১৩৯ উপজেলার ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ধান কাটার মৌসুম হওয়ায় ভোটার উপস্থিতি কম: সিইসি

প্রযুক্তি খাতে নারীদের বিশেষ কোটা চালুর কথা জানালেন প্রতিমন্ত্রী পলক

শহরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ৩০ কিলোমিটার, না মানলে ব্যবস্থা

ডোনাল্ড লু’র সফরে রোহিঙ্গা সংকটকে গুরুত্ব দেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

‘সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে ৭ আন্তর্জাতিক কোম্পানি’

দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ১৫ থেকে ২০ শতাংশ: ইসি

এই বিভাগের সব খবর

শিরোনাম :