বাংলাদেশের মানুষের ভালোবাসা বর্ণনাতীত: আর্জেন্টিনার প্রেসিডেন্ট

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৬:৩৯ | প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২২, ১৬:০৯

ফিফা বিশ্বকাপের ২২তম আসরের চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সেই বার্তার জবাব দিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট অ্যাঞ্জেল ফার্নান্দেস। প্রেরিত এই বার্তায় বাংলাদেশের মানুষের ভালোবাসা বর্ণনাতীত বলে অ্যাখ্যা দিয়েছেন তিনি।

বাংলাদেশে কী পরিমাণ আর্জেন্টিনার সমর্থক রয়েছে, সেটা এবার দেখেছে বিশ্ববাসী। কাতার বিশ্বকাপ শুরু হওয়া থেকে শুরু করে আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপ ঘুচানোর দিন পর্যন্ত এ দেশে চলেছে মাসব্যাপী উদযাপন। মেসির দেশটিকে অভিনন্দন জানাতে ভুল করেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বাংলাদেশ সরকারপ্রধানকে ধন্যবাদ জানালেন অ্যাঞ্জেল ফার্নান্দেস। ধন্যবাদ জ্ঞাপন করে তিনি লেখেন, ‘ধন্যবাদ শেখ হাসিনা এবং পুরো বাংলাদেশের জনগণকে। ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের যে ভালোবাসা দেখেছি, তা বর্ণনাতীত। নীল-সাদা পতাকার পাশাপাশি আমাদের দেশে লাল-সবুজের পতাকাও উড়ছে। আসুন, এই সম্পর্ককে আরও গভীর করি।’

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বার্তায় বলেন, ‘আর্জেন্টিনার দুর্দান্ত জয়ে বাংলাদেশের জনগণ ও আমার নিজের পক্ষ থেকে আপনাকে, আর্জেন্টিনা প্রজাতন্ত্রের বন্ধুত্বপূর্ণ জনগণ এবং বিশ্বকাপজয়ী দলকে আন্তরিক অভিনন্দন জানাই।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আপনার জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ জয়ের স্বতঃস্ফূর্ত উদযাপনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ প্রশংসা ও ভালোবাসার পরিচয় দিয়েছে। আমাদের দুই দেশের জনগণের মধ্যে এই অভূতপূর্ব ভালোবাসা, স্নেহ ও দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্কের পথ প্রশস্ত করেছে।’

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৬৪ হাজার ২৭৭ জন, আরও এক হজযাত্রীর মৃত্যু

বিচার বিভাগকে স্বল্প সময়ে ন্যায়বিচার নিশ্চিতের পরামর্শ রাষ্ট্রপতির

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে রাশিয়ার হস্তক্ষেপ নেই: রাষ্ট্রদূত

আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত বরদাশত করা হবে না: হানিফ

ব্যাংক কোম্পানি আইন বিল সংসদে উত্থাপন

নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমাধ্যমের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

আচার্যদেবের ৫৬তম জন্মদিনে ঢাবি ক্যাম্পাসে বৃক্ষরোপণ

নির্বাচনের সময় হয়রানিমূলক কোনো মামলা নয়: সংসদে আইনমন্ত্রী

২০৪১ সালের লক্ষ্য অর্জনে গুণগত শিল্পায়নে দ্রুত এগুচ্ছে দেশ: প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেবে ইতালি

এই বিভাগের সব খবর

শিরোনাম :