করোনা হলে ক্ষতিগ্রস্ত হয় শুক্রাণু! দাবি গবেষণায়

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১২:৪৮ | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৩, ১০:২২

গত তিন বছর ধরে বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে মহামারি ভাইরাস কোভিড-১৯। করোনা সংক্রান্ত একের পর এক গবেষণায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স- এইমসের একটি গবেষণায় উঠে এসেছে তেমনই তথ্য।

৩০ জন পুরুষের ওপর একটি সমীক্ষা চালিয়েছিল এইমস। তারই ফলাফল হিসেবে জানা যায়, কোভিডের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বীর্য। সার্স কোভ-২ (SARS Cov-2) ভাইরাসে আক্রান্ত রোগীদের নিয়ে এই পরীক্ষা চালানো হয়। দীর্ঘ সমীক্ষা চালানোর পর এমন তথ্যই প্রকাশ্যে এলো।

গবেষকদের দাবি, কোভিডের ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেলেও তা বেশ কিছু সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এর আগে কোভিডের প্রভাবে হৃদরোগ ও ফুসফুসের জটিল রোগ দেখা দিচ্ছিল। সে সবের পাশাপাশি নতুন সমস্যা হয়ে দেখা দিয়েছে বীর্যের সমস্যা।

ভারতের পাটনার এইমসের একটি বিশেষজ্ঞ হলের নেতৃত্বে এই গবেষণা করা হয়। গবেষণার পর দেখা গেছে, কোভিড ভাইরাস তার অ্যাঞ্জিওটেনসিন-কনভার্টিং এনজাইম-২ রিসেপ্টরের মাধ্যমে অন্ডকোষের ক্ষতি করে।

এটি একটি বিশেষ রিসেপ্টর যার মাধ্যমে ভাইরাস মানবকোষের সঙ্গে নিজেকে যুক্ত করে। এমনকি মানবকোষের সঙ্গে যাবতীয় যোগাযোগ স্থাপনের কাজও এই রিসেপ্টরের সাহায্যে হয়। এর মাধ্যমেই পুরুষের শুক্রথলির ক্ষতি করে ভাইরাস।

কিউরিয়াস জার্নাল অব মেডিকেল সায়েন্সে সম্প্রতি এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়। সেখানেই বিজ্ঞানীরা সার্স কোভ-২ ভাইরাসের ক্ষতিকর প্রভাব সম্পর্কে নতুন তথ্য তুলে ধরেন। বীর্যের গুণমান ও শুক্রাণুর ডিএনএ বিভাজন সূচকের ওপর রোগের প্রভাব কেমন তাই ছিল এই পরীক্ষা-নিরীক্ষার বিষয়বস্তু।

পরীক্ষার জন্য প্রথমে করোনা আক্রান্ত হয়েছেন এমন পুরুষদের থেকে বীর্য সংগ্রহ করা হয়। এরপর সেই স্পার্ম কাউন্টের উপরেই চলে বাকি গবেষণা। আক্রান্ত রোগীদের বয়স ১৯ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে ছিল। ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১-এর এপ্রিল পর্যন্ত এই গবেষণা চলে।

গবেষকদের কথায়, সবকটি নমুনার ওপর একটি রিয়েল টাইম রিভার্স ট্রান্সক্রিপ্টের পরীক্ষা করা হয়। পাশাপাশি শুক্রাণুর ডিএনএ বিভাজন সূচকে বিস্তারিত বিশ্লেষণ করা হয়। এই পরীক্ষায় প্রথম নমুনা নেওয়ার ৭৪ দিন পর দ্বিতীয় নমুনা নেওয়া হয়। দেখা যায়, ততদিনে সবদিক থেকে বীর্যের মান কমে গেছে।

প্রথম নমুনাতে বীর্যে শুক্রাণুর পরিমাণ, প্রাণশক্তি, গতি ও ঘনত্ব বেশ কম ছিল। তবে দ্বিতীয় নমুনার অবস্থা ছিল আরও খারাপ। দেখা যায়, দ্বিতীয় নমুনায় শুক্রাণুর পরিমাণ কমে যাওয়ার পাশাপাশি শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে গেছে। এছাড়া এই বীর্যের ডিএনএ ফ্র্যাগমেন্টেশন সূচকও বেশি ছিল।

(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/এজে)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

বিশ্ব ম্যালেরিয়া দিবস: জানুন মশাবাহিত এ রোগ প্রতিরোধের উপায়

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :