বেড়েই চলেছে স্তন ক্যানসারের ঝুঁকি! সতর্ক থাকবেন যেভাবে

নারীদের মধ্যে এখন ওভারিয়ান ক্যানসারের থেকেও বেশি স্তন ক্যানসারের ঝুঁকি দেখা দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ২০২২ সালে ২.৩ মিলিয়ন নারী স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ৭০ হাজার জন।
স্তন ক্যানসার শুধু নারীদের জন্য বিপদ ডেকে আনে তা নয়, এটি ছেলেদের শরীরেও হতে পারে। সময়মতো এই রোগের চিকিৎসা করানো গেলে সুস্থ থাকার হার অনেক বেড়ে যায়।
কাদের মধ্যে স্তন ক্যানসারের ঝুঁকি সব থেকে বেশি, কীভাবে আপনি সচেতন থাকতে পারবেন? কীভাবে এই রোগ নিরাময় সম্ভব। জানুন সবটাই।
চিকিৎসকরা বলছেন, যেহেতু একেবারে প্রাথমিক স্তরে ধরা পড়ে গেলে ক্যানসার সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব, তাই স্তন ক্যানসারের ক্ষেত্রেও প্রাথমিক শনাক্তকরণের প্রয়োজন রয়েছে। প্রাথমিক পর্যায়ে যদি চিকিৎসা হয়ে যায়, তাহলে কোনো সমস্যা হয় না।
স্তন ক্যানসারের লক্ষণ বুঝতে দেরি হওয়া এবং সচেতনতার অভাবের জন্য এই ক্যানসার বিশাল আকার ধারণ করে ফেলে। স্তনে পিন্ড থাকা বা স্তন বৃন্ত থেকে সাদা স্রাব নিঃসরণ হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। শুধু মেয়েদের নয়, এই সচেতনতা ছড়িয়ে দেওয়া উচিত ছেলেদের মধ্যেও।
স্তন ক্যানসার হয়েছে নিশ্চিত হবেন কীভাবে?
স্তন ক্যানসার যেকোনো সামাজিক স্তরের মহিলাদের শরীরে হতে পারে। তবে প্রত্যেক মহিলারই স্তন ক্যানসার হবে এমন কোনো কথা নেই। সব থেকে বেশি ৫০ বছর বয়সি মহিলাদের মধ্যে স্তন ক্যানসারের প্রবণতা বেশি। এছাড়া পরিবারের যদি কেউ স্তন ক্যানসারে আক্রান্ত হন, সে ক্ষেত্রে স্তন ক্যানসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় দুই থেকে চার গুণ।
বংশগত কারণ ছাড়াও পরিবেশগত কারণ, হরমোনের অভাব অথবা পুষ্টির অভাবের কারণে স্তন ক্যানসার হতে পারে। এছাড়া তাড়াতাড়ি ঋতুস্রাব হয়ে যাওয়া, দেরিতে মেনোপোজ হওয়াও স্তন ক্যানসারের জন্য দায়ী।
স্তন ক্যানসার আটকানোর সব থেকে বড় উপায় হলো সচেতন হওয়া। প্রত্যেক মহিলারই বাড়িতে মাঝে মধ্যে স্তন পরীক্ষা করে নেওয়া উচিত। কোনো রকম মাংসপিণ্ড যদি হাতে থাকে বা স্তন বৃন্তের আকার বা রঙ যদি পাল্টে যায়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।
স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সর্বপ্রথম জীবনযাত্রায় বদল আনতে হবে। মদ্যপান, ধূমপান একেবারে ত্যাগ করতে হবে। ওজন রাখতে হবে নিয়ন্ত্রণে। শারীরিক ব্যায়াম, বুকের দুধ খাওয়ানো ভীষণ গুরুত্বপূর্ণ একজন মেয়ের শরীরের জন্য। স্বাস্থ্যকর জীবনযাত্রাই স্তন ক্যানসার থেকে বাঁচাতে পারে।
(ঢাকাটাইমস/০২জুলাই/এজে)

মন্তব্য করুন