জরায়ু ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি যেসব নারীদের

স্বাস্থ্য ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৪, ১৫:০২
অ- অ+

জরায়ু কলা থেকে উদ্ভূত যেকোনো ধরনের ক্যানসারই জরায়ুর ক্যানসারের অন্তর্ভুক্ত। জরায়ুর নিচের দিকের অংশ, যা নারী দেহের যোনি এবং জরায়ুকে সংযুক্ত করে, যখন এই জায়গার কোষগুলো অস্বাভাবিকভাবে পরিবর্তন হতে শুরু করে, তখন তা ক্যানসারে রূপ নেয়।

অনেক সময় ক্যানসার জরায়ুমুখ থেকে শুরু হয়ে পরবর্তীতে ফুসফুস, যকৃত, মূত্রথলি, যোনি, পায়ুপথেও ছড়িয়ে যেতে থাকে। কিছু নির্দিষ্ট পেশার নারীদের এই ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই বেশি। এমন তথ্যই উঠে এসেছে এক গবেষণায়।

ওই নির্দিষ্ট কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত রয়েছে কিছু ক্ষতিকর পদার্থ। মূলত তা থেকেই ক্যানসার হওয়ার আশঙ্কা বাড়ছে।

গত বছর কানাডায় ক্যানসার আক্রান্ত রোগীদের মধ্যে একটি সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষা থেকেই মিলেছে এমন তথ্য। নির্দিষ্ট পেশাগুলোর মধ্যে রয়েছে সেলুন, পার্লারের কাজ থেকে অ্যাকাউন্ট্যান্ট পেশাও।

বিএমজে জার্নাল অকুপেশনাল অ্যান্ড এনভারমেন্টাল মেডিসিন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই গবেষণা। কিন্তু কেন এই পেশাগুলোতেই ক্যানসারের আশঙ্কা বেশি?

বিজ্ঞানীদের কথায়, ক্যানসারের জন্য দায়ী এমন বেশ কিছু কারসেনোজেনিক পদার্থ ওই পেশাতে নিয়মিত ব্যবহার করতে হয়। এ ধরনের পদার্থের তালিকায় রয়েছে ট্যালকম পাউডার, হেয়ার ডাস্ট, অ্যামোনিয়া, হাইড্রোজেন পারক্সাইড, অরগ্যানিক ডাই, পিগমেন্ট ও ব্লিচ।

এই উপাদানগুলোর জন্য ক্যানসারের হার ৪০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।

মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের কথায়, এই পেশায় ১০ বছর বা তার বেশি কাজ করলে জরায়ু ক্যানসারের আশঙ্কা তিনগুণ বেড়ে যায়। কানাডার ১৪০০ মহিলার উপর সমীক্ষা করে তবেই এই সিদ্ধান্তে পৌঁছান বিজ্ঞানীরা।

এই পেশাগুলোর পাশাপাশি অ্যাকাউন্ট্যান্টের কর্মীদেরও রেহাই নেই। ১০ বছর এই পেশায় কাজ করলে ক্যানসারের আশঙ্কা দ্বিগুণ বেড়ে যায়। অন্যদিকে যারা ইমারতি শিল্পের সঙ্গে যুক্ত, তাদেরও জরায়ু ক্যানসারে আক্রান্তের আশঙ্কা তিনগুণ বেশি।

(ঢাকাটাইমস/১৪জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মির্জাপুরে আ.লীগ নেতা মীর লতিফ গ্রেপ্তার
বরগুনায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর 
যুব মহিলা লীগের নেত্রী রিতা খান গ্রেপ্তার
সাবেক মন্ত্রী ফরহাদের স্ত্রী গ্রেপ্তার, কী মামলা যুব মহিলা লীগের এই নেত্রীর বিরুদ্ধে?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা