আরএফইডির নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে দুপুর ১টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয় সাধারণ সভা।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে সাইদুর রহমান ও সোমা ইসলাম। সাধারণ সম্পাদক পদে ইকরাম-উদ-দৌলা, গোলাম রাব্বানী, মো. হুমায়ুন কবির ও মুকিমুল আহসান হিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আতিকা রহমান ও কাজী ফরিদ।
অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন বেলায়েত হোসাইন ও সাঈদ রিপন।
দফতর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. সিরাজুস সালেকীন চৌধুরী। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে লড়ছেন খায়রুল ইসলাম বাশার ও মুহিবুব জামান।
কার্যনির্বাহী সদস্য পদে পাঁচটি পদে পাঁচজন প্রার্থী থাকায় সবাই নির্বাচিত হয়েছেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায়। তবে সদস্য পদের ধারাক্রম ভোট অনুযায়ী হবে বলে জানা গেছে।
এই পদের প্রার্থীরা হলেন গাজী শাহনেওয়াজ, মাহমুদুল হাসান পারভেজ, মোসা. কাওসারা চৌধুরী কুমু, সৈকত সাদিক ও হামিদ সরকার।
(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এসএন/এফএ)

মন্তব্য করুন