নিখোঁজের চার দিন পর নদীতে ভেসে উঠল মরদেহ

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৩, ১৭:৫৯
অ- অ+

নিখোঁজের চার দিন পর পূণর্ভবা নদীতে ভেসে উঠল ওমর আলীর মরদেহ। মঙ্গলবার সকালে নদীতে ভাসমান একটি মরদেহ স্থানীয়রা দেখতে পায়। পরে দিনাজপুর ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ এসে ককইডাঙ্গা এলাকা থেকে সকাল সাড়ে দশটার দিকে মরদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হাসান।

গ্রামবাসী এবং পরিবার সূত্রে জানা যায়. বিরল চক কাঞ্চনঘাট বাসিয়াপাড়া এলাকার মৃত গফর আলীর ছেলে ওমর আলীর মানসিক ভারসাম্যহীন ছিল। শুক্রবার সকালে ওমর আলী নদীতে গোসল করতে যায়। গোসল করার একপর্যায়ে নদীতে তলিয়ে যায় সে। নদীতে তলিয়ে যাওয়ার সময় তার স্ত্রী তাকে বাঁচানোর চেষ্টা করলেও একপর্যায়ে তার স্ত্রী নিজ গ্রামে লোকজনকে ডেকে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে এলাকাবাসী দিনাজপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। প্রথম পর্যায়ে ফায়ার সার্ভিসের লোকজন ও এলাকাবাসী বিভিন্নভাবে খোঁজাখুঁজি করলেও কোন প্রকার সন্ধান মেলেনি। দ্বিতীয় দফায় শনিবার রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল

খোঁজাখুঁজি শুরু করে বিকাল তিনটা পর্যন্ত নিখোঁজ ওই ব্যক্তির সন্ধান পায়নি।

নিখোঁজের চার দিন পর মঙ্গলবার সকালে ওমর আলীর নদীতে ভাসমান মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ কুলাউড়ায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন জামায়াতের আমির
গাজীপুরে মসজিদের ইমাম হত্যায় আল্লামা ইমাম হায়াতের প্রতিবাদ
গরমে আরাম পেতে তরমুজ খাচ্ছেন ধুমছে? ক্ষতি সম্পর্কে জানেন তো
ঝিনাইদহে ধানখেত থেকে কৃষকের লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা