সরকার দেশের শিল্পখাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে: জাতীয়তাবাদী সমমনা জোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৩, ১৮:০৫

সরকার দেশের শিল্পখাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে জাতীয়তাবাদী সমমনা জোট। জোটের শীর্ষনেতারা বলছেন, গ্যাসের মূল্য কোনো কারণ ছাড়াই প্রায় তিনগুণ বাড়িয়ে দিয়ে শিল্পখাতকে অস্থিরতায় ফেলে দিয়েছে সরকার।

বৃহস্পতিবার এক বিবৃতিতে জোটনেতারা বলেন, কিছুদিন পরপর সরকার অযৌক্তিকভাবে বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম বাড়াচ্ছে। জনজীবনে চলছে মারাত্মক সংকট। উন্নয়নের নামে দেশে চলছে সীমাহীন লুটপাট। দেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা কিংবা বিচার বিভাগের স্বাধীনতা নেই। নেই রাজনৈতিক অধিকারও। চাল, চিনি, তেলসহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সব জিনিসের দাম এখন আকাশচুম্বী।

নেতৃবৃন্দ বলেন, দেশের অর্থনীতির এই মহাসংকটের মধ্যে গ্যাসের দাম বাড়ানো দেশকে আরও সংকটের দিকে ঠেলে দেবে। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার না হওয়ায় গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগণের জীবনযাত্রার ওপর খড়গহস্ত চালাচ্ছে। সরকারের এসব আচরণ অন্যায়-অযৌক্তিক। গ্যাসের মূল্যবৃদ্ধি জনস্বার্থবিরোধী।

নেতারা বলেন, গত ১৪ বছরে সরকার এবং সরকারি দলের মদদপুষ্টরা দেশ থেকে ১০ লাখ কোটি টাকার বেশি পাচার করেছে। সরকারের কাছে দেশ চালানোর টাকা নেই। অর্থনীতিকে ধ্বংস করে দেশকে দেউলিয়া করছে সরকার।

বিবৃতিতে স্বাক্ষর করেন-

ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ড. অধ্যাপক নূরুল আমিন বেপারি, জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, পিপলস লীগের সভাপতি অ্যাডভোকেট গরীবে নেওয়াজ, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, ডিএল'র সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, ন্যাপ ভাষানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, মুসলিম লীগের (বিএমএল) ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার নাসিম খান, সাম্যবাদী দল (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড নুরুল ইসলাম, মাইনরিটি পার্টির চেয়ারম্যান সুকৃতি মন্ডল।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ইট মারলে পাটকেল খাওয়ার জন্য বিএনপিকে প্রস্তুত থাকার হুঁশিয়ারী নানকের

সরকার দেশকে বিদেশি ঋণ নির্ভর দেশে পরিণত করেছে: জামায়াত

জিয়ার মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির তিন দিনের কর্মসূচি 

বিএনপির আরও চার নেতা বহিষ্কার

নাশকতার ১৪ মামলায় বিএনপি নেতা সালামের স্থায়ী জামিন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ.লীগের কর্মসূচি

বিএনপির আশার গুড়ে বালি, যুক্তরাষ্ট্র সম্পর্ক গভীর করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে: মির্জা ফখরুল

ফারাক্কা বাঁধ বাংলাদেশের উত্তরাঞ্চলকে মরুভূমি বানাচ্ছে: রাশেদ প্রধান

শেখ হাসিনা ছাড়া এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন কেউ করেনি: ওবায়দুল কাদের 

এই বিভাগের সব খবর

শিরোনাম :