গ্রেপ্তার হওয়ার পর আলভেজের সঙ্গে চুক্তি বাতিল করল ক্লাব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৩, ১১:২৭

যৌন হয়রানির অভিযোগে স্পেনে গ্রেপ্তার হওয়া ব্রাজিলিয়ান ফুটবল তারকা দানি আলভেজের জন্য নেমে এলো দুঃসংবাদ। তার সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে মেক্সিকান ক্লাব পুমাস।

আলভেজ গ্রেপ্তার হওয়ার দিনই এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন ক্লাব সভাপতি লিওপোলদো সিলভা। তিনি সতর্ক করে বলেছেন, ‘ক্লাবের চেতনা ও মূল্যবোধের বিপক্ষে যায়—এমন কোনো কাজ ক্লাবের কোনো ফুটবলাররা করলে তা মেনে নেওয়া হবে না।’

পুমাসের হয়ে ৮ জানুয়ারিতে সর্বশেষ মাঠে নেমেছিলেন আলভেজ। এই ব্রাজিলিয়ানের সঙ্গে ক্লাবটির চুক্তি ছিল ২০২৩ সালের জুন পর্যন্ত। গত বছরের জুলাইয়ে ক্লাবটির হয়ে অভিষেক হয় আলভেজের। ম্যাচ খেলেছেন ১৩টি। ৫টি গোলে সহায়তা করলেও কোনো গোল পাননি।

এক নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় সাক্ষ্য দিতে গিয়ে গ্রেপ্তার হন আলভেজ। সেই নারীর অভিযোগ ছিল, ৩০ ডিসেম্বর বার্সেলোনার একটি নৈশ ক্লাবে আলভেজ তাকে যৌন হয়রানি করেছেন।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :