১৫ জোড়া যৌতুকবিহীন বিয়ে হলো ইজতেমার দ্বিতীয় পর্বে

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৩, ২১:১৮

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ১৫টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। আসরের নামাজ শেষে নিজামুদ্দিন মারকাজের অন্যতম শীর্ষ মুরব্বি মাওলানা সাদের ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্দলভী বয়ান করেন। বয়ানের বাংলা অনুবাদ করেন কাকরাইল শুরা ওয়াসিফুল ইসলামের ছেলে মুফতি ওসামা ইসলাম। বয়ান শেষে মূল বয়ান মঞ্চে নিজামুদ্দিন মারকাজের অন্যতম শীর্ষ মুরব্বি মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ ১৫ জোড়া বিয়ে সম্পন্ন করেন।

ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়কারী মো. সায়েম এ তথ্য নিশ্চিত করেন।

বিয়ে সম্পন্ন হওয়ার পর দম্পতিদের উদ্দেশ্যে মোনাজাত করা হয়। যৌতুকবিহীন বিয়ে উপলক্ষে মূল বয়ান মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খেজুর বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :