দুদকে নতুন দুই পরিচালক

উপসচিব পদমর্যাদার দুই কর্মকর্তাকে প্রেষণে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নতুন দুই পরিচালক হলেন- বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শাহীনুজ্জামান এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগে সংযুক্ত উপসচিব তৌহিদুজ্জামান পাভেল।
এছাড়া আরেক প্রজ্ঞাপনে জননিরাপত্তা বিভাগের উপসচিব শহীদ মোহাম্মদ ছাইদুল হককে রাজস্ব বোর্ডের আইন কর্মকর্তা হিসেবে প্রেষণে নিয়োগের আদেশটি বাতিল করা হয়েছে।
ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এসএস/ইএস

মন্তব্য করুন