জমি বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুজন নিহত

শাহ্ আলম শাহী, দিনাজপুর
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৩, ১৮:৪৬
অ- অ+

তিন শতক খাস জমির বিরোধে দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই নারী। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৮টায় ঘোড়াঘাট উপজেলা ৪ নং ঘোড়াঘাট ইউনিয়নের খোদাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মিম (২২) ও ইসমাইলের ছেলে রাকিব হোসেন (২৫)। নিহত মিম ও রাকিব সম্পর্কে চাচাতো ভাই।

এ ঘটবার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- ওমর আলী (৫৫), তার স্ত্রী মমেতা বেগম ( ৫০) ও তাদের ছেলে ছামিরুল (২০)।

এলাকার মোসলম উদ্দিন ও মুজিবর রহমান জানান, তিন শতক খাস জমি নিয়ে দুই প্রতিবেশী

ওমর আলী ও হায়দার আলীর বিরোধ চলছিল। সকালে এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতণ্ডতা থেকে সংঘর্ষ বাঁধে। এ সময় ওমর আলীর লোকজনের এলোপাথাড়ি ছুরিকাঘাতে প্রতিপক্ষ হায়দার আলীর ছেলে মিম (২২) ও ইসমাইলের ছেলে রাকিব (২৫) সহ দুই নারী গুরুতর আহত হয়। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ পর মিম মারা যায়। রাকিবের অবস্থার বেগতিক দেখে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।

আহত দুই নারী ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছেন। তারা শঙ্কামুক্ত বলে কর্তব্যরত চিকিৎসা তহিদুল ইসলাম তহিদ জানিয়েছেন।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পাকিস্তান
জাতীয় নির্বাচন: নওগাঁর ৫ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি চলছে
ভারতের বিপক্ষে ম্যাচে হামজাসহ একাধিক প্রবাসী ফুটবলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা