কুমিল্লায় আট মামলায় আসামি ৮ হাজার, গ্রেপ্তার ১৬০

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৪, ২০:৩০
অ- অ+

কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর বিজিবির গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে ছয়টি এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে দুটিসহ মোট আটটি মামলা করা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে। হাজার জনকে। আসামিদের অধিকাংশই বিএনপি-জামায়াতের নেতাকর্মী বলে জানা গেছে।

এদিকে গত এক সপ্তাহে জেলাজুড়ে চিরুনি অভিযান চালিয়ে ১৬০ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া তল্লাশি চালানো হচ্ছে অন্যা আসামিদের বাড়িতেও।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত বিএনপির অন্তত শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে বেশিরভাগ নেতাকর্মীকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া জামায়াতের জেলা পর্যায়ের বেশ কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।

বিএনপির একাধিক নেতাকর্মী জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ কাউসার শহীদ উল্লাহ রতন, কুমিল্লা জেলা বিএনপির সিনিয়র সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান বিপ্লবসহ আরও অনেকেই রয়েছেন। কুমিল্লা নগরীর নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর মাসুম বিল্লাহ, নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর ইকরামুল ইসলামসহ আরও কয়েকজন জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানতে চাইলে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শফিউল আলম রায়হান জানান, সরকারের নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে আমরা গত ১৯ জুলাই শান্তিপূর্ণ মিছিল করার প্রস্তুতি নিয়েছিলাম। আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আমাদের উপর হামলা চালায়। সময় অনেকে নেতাকর্মীকে কুপিয়ে আহত করা হয়। হামলাকারীরা আমাদের অনেক নেতাকর্মীর বাড়ি অফিস ভাঙচুর করেছে। হামলার সময় ইউসুফ মোল্লাহ টিপুসহ গুলিবিদ্ধ অন্তত ১০ জনসহ প্রায় ৩০জন আহত হয়েছে। অথচ হামলাকারীরাই বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উল্ল্যাহ খোকন বলেন, তাদের (বিএনপি) অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। দিন আমাদের নেতাকর্মীর ওপর হামলা করেছে বিএনপি- জামায়াত। ফলে আমরা মামলা দিয়েছি।

অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) নাজমুল হাসান বলেন, আমাদের চিরুনি অভিযান চলমান রয়েছে। সকল নাশকতাকারীদের আইনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকাল পর্যন্ত ১৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/২৫জুলাই/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে: আমিনুল হক
চাঁদপুরে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত
আবারো ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন হাই-টেক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা