জমি বিতর্কে অমর্ত্য সেনের পাশে মমতা, বললেন এর শেষ দেখে ছাড়ব

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৩, ২২:২৯| আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২৩:১৩
অ- অ+

জমি বিতর্কে নোবেলজয়ী অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি ‘প্রতীচী’তে গিয়ে তার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জমি নিয়ে যে দাবিটি করা হচ্ছে সেটি মিথ্যে। এছাড়া অমর্ত্য সেনকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

এদিকে অমর্ত্যকে এখন থেকে রাজ্যের তরফ থেকে জেড প্লাস নিরাপত্তা দিতে হবে। সেই অনুযায়ী পুলিশ প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতেও বলেছেন মমতা।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীও জেড প্লাস নিরাপত্তা পান। এবার থেকে তার সমতুল্য নিরাপত্তা পাবেন অধ্যাপক সেন।

এদিকে অমর্ত্য সেনের সঙ্গে ১৩ শতক জমি নিয়ে ২০০৬ সাল থেকেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে টানাপোড়ন চলছিল। অমর্ত্য সেন দাবি করেন, তার বাবা আশুতোষ সেনকে ১ দশমিক ৩৮ একর জমি ১৯৪৩ সালে দীর্ঘমেয়াদি লিজ দিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যার মেয়াদ এখনো শেষ হয়ে যায়নি।

অপরদিকে বিশ্বভারতী দাবি করে, ১.২৫ একর জমির পরিবর্তে ১.৩৮ একর জমি রয়েছে বাড়িটিতে। সেখানে অতিরিক্ত ১৩ শতাংশ জমি অমর্ত্য সেন বেআইনিভাবে দখল করে রেখেছেন।

এর মধ্যেই অমর্ত্যের বাড়িতে গিয়ে তার সঙ্গে ‘চা-চক্রে’ যোগ দেন মমতা। কথা বলেন জমি বিবাদ নিয়ে। আলাপচারিতায় মুখ্যমন্ত্রী জানান, বিশ্বভারতীর জমির সরকারি নথিপত্রও তিনি সঙ্গে করেই এনেছেন। তিনি বলেন, অনেক দিন ধরে সহ্য করেছি। আজ সব নথি সঙ্গে করেই এনেছি। এর শেষ দেখে ছাড়ব! (ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি চলছে
অল্পসময়ের ব্যবধানে নটর ডেমের দুই শিক্ষার্থীর মৃত্যু, নানা গুঞ্জন
দিনাজপুরের শালবনে মহাবিপন্ন ‘খুদি খেজুর‘ গাছের সন্ধান
সীমান্তে সেনা উপস্থিতি কমাতে একমত ভারত-পাকিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা