সিদ্ধিরগঞ্জে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, পাঁচ শ্রমিক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৩, ১৩:২৫| আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৪:৪৫
অ- অ+

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা ওয়েল লিমিটেড কোম্পানির ডিপোতে আগুন লেগে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- গোলাপ, ফজল মিয়া, শফিউদ্দিন, মোজাম্মেল এবং নাজমুল। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের সহকর্মী শাওন ঢাকা টাইমসকে বলেন, ‘দগ্ধরা পদ্মা ওয়েল কোম্পানির শ্রমিক। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে লরিতে তেল লোড করার সময় আগুন ধরে যায়। তখন কোম্পানির কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে গোলাপ, ফজল মিয়া, শফিউদ্দিন, মোজাম্মেল এবং নাজমুল নামের পাঁচজন শ্রমিক দগ্ধ হন। সহকর্মীরা তাদের বেলা সোয়া ১১ টার দিকে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন। শাওনের ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।

এ বিষয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ডা. আয়ূব হোসেন ঢাকা টাইমসকে বলেন, ‘দগ্ধদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আরেকজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।’ এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দগ্ধদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।’

(ঢাকাটাইমস/৩১ জানুয়ারি/এএ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা