লাখ টাকার জাল নোটসহ দুই যুবক গ্রেপ্তার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪১| আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪২
অ- অ+

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে জাল টাকা সরবরাহ করার সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এসময় তাদের কাছ থেকে ১ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- বাদল মোল্লা @ বাদল ও মাসুম মিয়া।

র‌্যাব-১০ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এক বিজ্ঞপ্তিতে জানান, চক্রটি বেশ কিছুদিন যাবত দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন ব্যস্ততম এলাকায় জাল নোট সরবরাহ করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদে জানতে পারি তারা হাসনাবাদ এলাকায় অবস্থান করছে। পরে এক লাখ টাকা সমমূল্যের জাল নোটসহ দুজনকে জাল টাকা সরবরাহকালে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট থেকে ১,০০০/- টাকা সমমূল্যের ১০০টি জাল নোট, ০২টি মোবাইল ফোন ও নগদ ৩,৭০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৩ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০২০ সালে ক্ষমতা থাকলে যা করতে চেয়েছিলেন আসিফ নজরুল
জাতীয় শ্রমশক্তি নিবন্ধন ব্যবস্থা ও তথ্য ভাণ্ডার গড়ে তোলার সুপারিশ শ্রম সংস্কার কমিশনের
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ: আজহারের আপিল শুনানি ৬ মে পর্যন্ত মুলতবি
মানবতাবিরোধী অপরাধ: আজহারের আপিল শুনানি আজ, সুপ্রিম কোর্টে জামায়াত নেতারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা