টাঙ্গাইলে বালুবাহী ট্রাক কেড়ে নিল শিশুর প্রাণ

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৫

টাঙ্গাইলের গোপালপুরে রেজিষ্ট্রেসনবিহীন (অবৈধ) বালুবাহী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে রুবায়েত (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে হাদিরা ইউনিয়নের ল্যাংড়া বাজারের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু কড়িয়াটা গ্রামের মনির মিয়ার ছেলে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, হাদিরা ইউনিয়ন পরিষদ থেকে ভাতা বিষয়ক কাজ শেষে প্রতিবন্ধী রিপন মিয়া তার শিশু সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন। তারা ল্যাংড়া বাজার এলাকার প্রধান সড়ক পার হওয়ার সময় ভেঙ্গুলা বাজার থেকে ছেড়ে আসা রেজিষ্ট্রেশনবিহীন বালুবাহী একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ট্রাকটির চালককে আটক করা হয়েছে। নিহত শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :