কেন্দুয়ায় বসতঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৫
অ- অ+

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বসতঘর থেকে পলি আক্তার (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ পলি আক্তার সরাপাড়া গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওই গৃহবধূর গলায় কালো দাগ রয়েছে জানিয়ে ওসি বলেন, রাতের কোনো এক সময় স্বামী তাকে হত্যা করে পালিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্টের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

এদিকে স্থানীয়দের বরাতে জানা গেছে, বাবার বাড়ি থেকে ওয়ারিশান সম্পত্তি বিক্রি করে টাকা এনে দিতে স্ত্রী পলি আক্তারকে চাপ দিয়ে আসছিলেন স্বামী সাদ্দাম হোসেন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলে আসছিল।

(ঢাকাটাইমস/০৮ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা