‘চটপটি বিক্রেতা’ তাহিবুল এইচএসসি’তে পেলেন জিপিএ-৫

শাহ্ আলম শাহী, দিনাজপুর
  প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৫| আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৮
অ- অ+

কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্য গড়ে তুলেছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার পুর্বপাড়ার তাহিবুল ইসলাম। দুপুর থেকে গভীর রাত পর্যন্ত ফুটপাতে চটপটি বিক্রি করে বাসায় ফিরে রাতে অধ্যয়ন শেষে এবার এইচএসসিতে চাঁদপুর ফাযিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছেন।

তাহিবুল দিনাজপুর বিরামপুরের পূর্বপাড়া এলাকার বাদল হোসেনের ছেলে। বাবা বাদলও এক সময় চটপটি বিক্রি করতেন। বয়স্ক বাবার কষ্টে সেই ব্যবসার হাল ধরে তাহিবুল।

প্রতিদিন দুপুর থেকে গভীর রাত পর্যন্ত ফুটপাতে চটপটি বিক্রি করেন তাহিবুল। ক্রেতারা চলে গেলে দোকান বন্ধ করে বাসায় ফিরে ভোর রাত পর্যন্ত পড়াশোনা করতেন তাহিবুল। তারই প্রতিফলন পেয়েছেন এবারের এইচএসসি পরীক্ষায়। জিপিএ-৫ পেয়েছেন তিনি।

দিনাজপুর-বিরামপুর মহা সড়ক সংলগ্ন বিরামপুর পৌর শহরের হানিফ কোচ কাউন্টারের সামনে গেলেই চোখে পড়বে ভ্যানগাড়িতে চটপটি বিক্রি করছেন তাহিবুল। বাবা বাদলের পক্ষে ছেলের লেখাপড়ার খরচ চালানো সম্ভব ছিল না। কিন্তু অদম্য ইচ্ছা আর মনোবলের কারণে দরিদ্রতাকে জয় করেছে তাহিবুল। চাটপটি বিক্রির টাকায় লেখাপড়া চালিয়েন তিনি। বিরামপুরের চাঁদপুর ফাযিল মাদ্রাসা থেকে এবার এইচএসসিতে পেয়েছেন জিপিএ-৫।

তাহিবুল বলেন, ‘তার অদম্য মনোবল এবং শিক্ষকদের আন্তরিকতায় সবকিছু সম্ভব হয়েছে। দুপুর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চটপটি বিক্রি করেছি। রাতে কাজের শেষে যতটুকু সময় পেয়েছি পড়েছি। আমার স্বপ্ন উচ্চশিক্ষা নিয়ে ভালো চাকরি করা। পড়ালেখা চালাতে শুধু চটপটি বিক্রি নয় যেকোনও কাজ করতে আমি আগ্রহী।’

তাহিবুলের বাবা বাদল হোসেন বলেন, ‘ছেলে জিপিএ-৫ পাওয়ায় আমি খুবই খুশি। সে অনেক কষ্ট করে লেখাপড়া করেছে। আল্লাহ মুখ ফিরিয়ে তাকিয়েছে বলেই তার ভালো ফল এসেছে। ছেলে অনেক বড় হোক এটাই

আমার চাওয়া-পাওয়া।’

তাহিবুলের বড় ভাইও পাশ করেছেন স্নাতক। বড় বোন বিরামপুর সরকারি কলেজে ও ছোট বোন নর্থ বেঙ্গল কেজি স্কুলে পড়াশোনা করছেন। বাদল হোসেনের প্রবল ইচ্ছে সন্তান্দের মানুষ গড়বেন।

বিরামপুরের চাঁদপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আফম হুমায়ুন কবির জানান, ‘এই প্রতিষ্ঠান থেকে ৬ জন জিপিএ-৫ পেয়েছেন। তাদের মধ্যে তাহিবুল একজন। সে খুব মেধাবী এবং ভালো ছেলে। আমরা তার সাফল্য কামনা করছি। সে যেন আগামীতে আরো ভালো কিছু করতে পারে।'

তহিবুল সম্পর্কে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, 'যেনে খুশি হলাম। চটপটি বিক্রেতা তাহিবুল এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে। দোয়া করি সে আরও বড় ডিগ্রি অর্জন করতে পারে। তার বাবা-মার মুখ যেন উজ্জ্বল করে সে।’

(ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
দাবা খেলা নিষিদ্ধ করলো আফগানিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা