সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সিলেটের গোলাপগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই অটোযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হন ৩ জন। তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার বিকাল ৫টার দিকে উপজেলার হাজিপুরে এ দুর্ঘটনা ঘটে। গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।
তাৎক্ষণিক হতাহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি বলেন, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেয়া হলেও যথাক্রমে চালক বা হেলপাররা পালিয়ে গেছে।
(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এলএ)

মন্তব্য করুন