কোটালীপাড়ায় বেকারি থেকে শ্রমিকের লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৭
অ- অ+

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি বেকারির কারখানা থেকে বাচ্চু মোল্লা (৩৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোরে উপজেলার কয়খা গ্রামের বিসমিল্লাহ বেকারির কারখানার রান্নাঘর থেকে কোটালীপাড়া থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত বাচ্চু মোল্লা তিন সন্তানের জনক ও কয়খা গ্রামের জহর মোল্লার ছেলে।

নিহতের স্ত্রী সম্পা বেগম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় একটি ফোন পেয়ে স্বামী বাচ্চু মোল্লা বাড়ি থেকে বের হয়ে যান। তিনি বলেন, আমার স্বামীর মাঝবাড়ি গ্রামের এক নারীর সাথে সম্পর্ক ছিল। ওই নারীর স্বামী আমার স্বামীকে হত্যা করেছে বলে আমার ধারণা। আমি সঠিক তদন্তের মাধ্যমে আমার স্বামী হত্যার বিচার চাই।

কোটালীপাড়া থানার এসআই আমিনুল ইসলাম বলেন, স্থানীয় সূত্রে আমরা খবর পেয়ে বিসমিল্লাহ বেকারির রান্নাঘর থেকে বাচ্চু মোল্লার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করি। এ ঘটনায় কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে, এটি হত্যা নাকি আত্মহত্যা। রিপোর্ট পাওয়ার পরই আমরা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করব।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
দাবা খেলা নিষিদ্ধ করলো আফগানিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা