স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীতশিল্পী মৌলভীবাজারের ছায়া রায় পরলোকে

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৯| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৯
অ- অ+

মৌলভীবাজারের সংগীতশিল্পী ছায়া রায় পরলোকে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টা ১৪ মিনিটে শহরের লাইফ লাইন হাসপাতালে তিনি দেহত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর।

ছায়া রায়ের জামাতা মৃন্ময় রায় রতন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ছায়া রায় দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। শহরের লাইফ লাইন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ছায়া রায় স্বাধীন বাংলার বেতার কেন্দ্রের শিল্পী ছিলেন। তিনি নজরুলসংগীত ও ক্ল্যাসিকাল গানের একজন গুণী শিল্পী ছিলেন।

তিনি মৌলভীবাজারে ওস্তাদ গজেন্দ্রলাল সংগীত সদন প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান থেকে অসংখ্য সংগীত শিক্ষার্থী তাঁর কাছ থেকে সংগীতে তালিম নেন। ১৯৬৭ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক সংগীত প্রতিযোগিতায় তিনি উচ্চাঙ্গ সংগীতে প্রথম ও নজরুল সংগীতে দ্বিতীয় স্থান অর্জন করেন। কণ্ঠের দ্যুতি, তাল লয়ের শিল্পের জাদুতে জেতেন স্বর্ণপদক।

মহান স্বাধীনতা সংগ্রামে স্বাধীন বাংলা বেতারের একজন শিল্পী হিসেবে দেশমাতৃকার জন্য অসামান্য ভূমিকা রাখেন। বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত শিল্পী ছিলেন তিনি।

স্বর্গীয় গজেন্দ্র লাল রায় ও আশালতা রায়ের কন্যা ছায়া রায়। ব্যক্তিগত জীবনে অ্যাডভোকেট মলয় ভূষণ রায়ের সহধর্মিণী ও দুই সন্তানের জনক। বড় মেয়ে অপরাজিতা রায় কেয়া মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্স কেজি হাই স্কুলের শিক্ষক। ছেলে মানবেন্দ্র রায় মাদল হাইকোর্টের আইনজীবী।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেপ্তার
থানায় ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি-ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি
আওয়ামী লীগের বিচার ইস্যুতে মঙ্গলবার ট্রাইব্যুনালে যাবে এনডিএম
ইতালিয়ান পার্লামেন্টের একটি কক্ষে ইমিগ্রেশন সমস্যা নিয়ে আলোচনা সভা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা