কারা চালাচ্ছে জঙ্গি সংগঠন

রুদ্র রাসেল, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫২| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৯
অ- অ+

জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি), হিযবুত তাহরীর ও হরতাকুল জিহাদ বাংলাদেশসহ (হুজিবি) এক সময়ে আতঙ্ক ছড়ানো জঙ্গি দলগুলোর তৎপরতা এখন নেই বললেই চলে। কালেভদ্রে এসব সংগঠনের দু-একজন সদস্য গ্রেপ্তার হয়ে থাকেন। তবে বেশ কিছুদিন ধরে আলোচনায় আছে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া। অর্ধশত যুবক ঘর ছেড়ে নিরুদ্দেশ হওয়ার ঘটনা তদন্তে নেমে এ সংগঠনের খোঁজ পায় কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)। খোঁজ পায় পাহাড়ে গড়ে ওঠা জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্পসহ দুর্গম আস্তানার।

সিটিটিসি সূত্র জানায়, সবশেষ গত মঙ্গলবার সন্ধ্যার পর এ জঙ্গি সংগঠনের নায়েবে আমীর, আধ্যাত্মিক নেতা মহিবুল্লাহ ওরফে ভোলার শায়েখ গ্রেপ্তার হন সিটিটিসির হাতে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলেছে জঙ্গি নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ বেশকিছু তথ্য। এছাড়া কয়েক দিন আগে গ্রেপ্তার এ জঙ্গি দলের রনবীর নামে এক নেতাকে নতুন একটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করছে সিটিটিসি। মহিবুল্লাহর কাছ থেকে পাওয়া তথ্য এবং একই বিষয়ে রনবীর কাছ থেকে তথ্য নিয়ে তা ক্রস চেক করার উদ্যোগ নিয়েছে পুলিশ। যাতে গোটা জঙ্গি নেটওয়ার্কের তথ্য পুলিশের হাতের মুঠোয় আসে।

জঙ্গি দমনে গড়ে ওঠা পুলিশের বিশেষ বিভাগ সিটিটিসি ও অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) সূত্র জানিয়েছে, লাগাতার গ্রেপ্তারে দুর্বল হয়ে পড়েছে জঙ্গি নেটওয়ার্ক। কোনো কোনো জঙ্গি নেতা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন জঙ্গি কার্যক্রম থেকে। তবে হুজিবির শীর্ষ নেতারা গ্রেপ্তারের পর দলের বড় একটি অংশ নিষ্ক্রিয় হয়ে পড়ে। কিন্তু পলাতক হুজিবি নেতা শামিন মাহফুজের নির্দেশে কারাবন্দি হুজিবি নেতা ও তাদের অনুসারীদের একটি অংশ কারাগারে বসে নতুন একটি জঙ্গি প্ল্যাটফর্ম গঠনের পরিকল্পনা করে।

একইসঙ্গে শামীন মাহফুজ হাত মেলান তার বিশ্ববিদ্যালয়ের বন্ধু কুকি-চীনদের বিদ্রোহী সংগঠন ‘কুকি-চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ)’ প্রধান নাথান বাম ও অন্যান্য কুকি চীন নেতাদের সঙ্গে। সেখানে তাদের মিটিং হয়। একপর্যায়ে তৈরি করা হয় জঙ্গিবাদের নতুন প্ল্যাটফর্ম হিন্দাল শারক্ব¡ীয়া। গঠিত হয় শূরা (সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন) কমিটি। আমির ঘোষণা করা হয়, এক সময়ের হুজিবি নেতা মাইনুল ইসলাম রক্সিকে। এরপর শারক্বীয়ার সঙ্গে যুক্ত হয় আনসার আল ইসলামের কিছু সদস্য।

পুলিশ কর্মকর্তারা বলছেন, জঙ্গিবাদের শুরু থেকেই যারা ধরা পড়েছে, তাদের কিছু সদস্যের সঙ্গে জামায়াতের ছাত্র সংগঠন শিবিরের সম্পৃক্ততা পাওয়া গেছে। আনসার আল ইসলাম এবং শারক্বীয়ায় সম্পৃক্ততা পাওয়ায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গেল বছরের ১৯ নভেম্বর গ্রেপ্তার করে সিটিটিসি। রাফাত শিবিরের সাবেক নেতা বলেও জানায় আইনশৃঙ্খলা বাহিনী। তাদের ভাষ্য, সব জঙ্গি দলের সঙ্গেই শিবিরের সম্পৃক্ততা রয়েছে। যা বিভিন্ন সময়ে জঙ্গিদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে। যদিও শিবির বরাবরই জঙ্গি কানেকশন অস্বীকার করে আসছে।

এদিকে অর্ধশত যুবক ঘরছাড়ার বিষয়টি তদন্ত করতে গিয়ে নিলয় নামে একজন গ্রেপ্তার হওয়ার পর শারক্বীয়ার খোঁজ পেয়ে বান্দরবানের দুর্গম পাহাড় ঘিরে অভিযান চালায় র‌্যাব, সিটিটিসিসহ আইনশৃঙ্খলা বাহিনী। একপর্যায়ে ঘরছাড়া যুবকদের বেশ কয়েকজনকে পাওয়াও যায়।

মূলত কারা, কীভাবে চালাচ্ছে হিন্দাল শারক্বীয়া- জানতে চাইলে সিটিটিসি প্রধান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, ‘শারক্বীয়ার মূল আধ্যাত্মিক গুরু বা নেতা হচ্ছেন শামিন মাহফুজ। তিনি পলাতক রয়েছেন। তিনিই এ সংগঠনের একক ব্যক্তিত্ব। তিনি আড়ালে থেকে একটি কমিটি গঠন করে দিয়ে থাকেন সংগঠন পরিচালনার জন্য।

এছাড়া কেএনএফ প্রধান ‘নাথান বম’ বন্ধু হওয়ার সুবাদে সশস্ত্র এই সন্ত্রাসী সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে শামিন মাহফুজ শারক্বীয়া গড়ে তোলেন এবং সামরিক দিক দিয়ে সংগঠনকে শক্তিশালী হিসেবে গড়ে তোলেন। শামিন মাহফুজই সংগঠনের মূল। তিনিই প্রধান পৃষ্ঠপোষক। তার এবং নাথান বমের খোঁজ পেতে গ্রেপ্তার শারক্বীয়া নেতা রনবীর ও নায়েবে আমীর মহিবুল্লাহ ওরফে ভোলার শায়েখকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া শামিন মাহফুজ ‘কেএনএফর উপদেষ্টা’ বলেও তথ্য পাওয়া গেছে।

অপর এক প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান ঢাকা টাইমসকে বলেন, ‘মূল মাস্টারমাইন্ড হচ্ছেন- শামিন ও নাথান। গ্রেপ্তার এড়িয়ে থাকা তাদের ঘনিষ্ঠ সহযোগী হচ্ছেন- আনিসুল ইসলাম তমাল ও রাকিব। এই চার মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতাকে গ্রেপ্তার করতে পারলে শারক্বীয়ার কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়বে এবং তছনছ হয়ে যাবে নতুন করেন মাথাচাড়া দিয়ে ওঠা জঙ্গি সংগঠন হিন্দাল শারক্বীয়ার।

জঙ্গিরা কোথায় কোথায় নেটওয়ার্ক গড়তে সক্ষম হয়েছে- এমন প্রশ্নের জবাবে গ্রেপ্তার জঙ্গিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে জঙ্গি বিষয়ে অভিজ্ঞ সিটিটিসি কর্মকর্তা মো. আসাদুজ্জামান ঢাকা টাইমসকে বলেন, ‘ভোলার শায়েখের নেতৃত্বে জঙ্গিরা বরিশাল অঞ্চলে তাদের নেটওয়ার্ক ব্যাপকভাবে বিস্তৃত করেছে। এছাড়া বিশেষত, সিলেট, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদারীপুরে তাদের শক্ত ঘাঁটি রয়েছে। যার মাধ্যমে তারা গোপনে দাওয়াতি কার্যক্রম অব্যাহত রাখতে সক্ষম হচ্ছেন।

তিনি বলেন, যে যুবকরা ঘরছেড়ে পাহাড়ে নিরুদ্দেশ হচ্ছেন বা হয়েছেন তাদের প্রথমে পুরান ঢাকার বংশালে জড়ো করা হতো। সেখান থেকে বরিশালে নেওয়া হতো। সেখানে দীর্ঘদিন রেখে সেখান থেকে ফের ঢাকায় আনার পর পাঠানো হতো পার্বত্যাঞ্চলের গহীন পাহাড়ের প্রশিক্ষণ ক্যাম্পে।

শামিন মাহফুজ সপরিবারে আত্মগোপন করেছেন। তার স্ত্রী ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক। তারও কোনো খবর পাওয়া যাচ্ছে না বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

আসাদুজ্জামান জানান, শারক্বীয়ার আমির মাইনুল ইসলাম ওরফে রক্সি গ্রেপ্তার হয়ে জেলে ছিলেন। ২০১৭ সালে জামিনে বের হয়েই কারাবন্দি নেতাদের নির্দেশনা অনুযায়ী শারক্বীয়া গঠনের কাজে হাত দেন। সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগেই প্রাথমিক সদস্য সংগ্রহে সাংগঠনিক তৎপরতা শুরু করেন। তিনি এবং ভোলার শায়েখের প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে ঘর ছাড়ে অর্ধশত তরুণ-যুবক।

তিনি বলেন, জেলখানা থেকে নির্দেশনা ছিল, শূরা বোর্ডের সদস্য ও নায়েবে আমীর হিসেবে ভোলার শায়েখকে নিয়োগ দেওয়ার। সে অনুযায়ী তাকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেন রক্সি। ২০২১ সালে রক্সি ফের গ্রেপ্তার হলে পুরো সংগঠন পরিচালনা করছিলেন মহিবুল্লাহ ওরফে ভোর শায়েখ। তার সঙ্গী ছিলেন সংগঠনের দাওয়াত শাখার প্রধান ডা. শাকের। তবে শাকের গ্রেপ্তারের পর কৌশল হিসেবে সংগঠনের সব কার্যক্রম থেকে নিজেকে বিচ্ছিন্ন করে গা ঢাকা দেন মহিবুল্লাহ। তিনি সংগঠনেও তার আসল নাম কখনো প্রকাশ করেননি। তাকে ভোলার শায়েখ হিসেবে চিনতেন অন্য জঙ্গিরা।

সিটিটিসি জানায়, ২০২২ সালের জানুয়ারিতে ডা. শাকের ওরফে শিশির, শামিন মাহফুজ ও মহিবুল্লাহ বান্দরবান নাইক্ষ্যাংছড়ির দুর্গম পাহাড়ে অবস্থিত কেএনএফ পরিচালিত ‘জামায়াতুল আনসার ফিল হিন্দিস শারক্বীয়া’ প্রশিক্ষণ ক্যাম্পে যান। এ সময় প্রশিক্ষণ ক্যাম্পে কেএনএফের তত্ত্বাবধানে সশস্ত্র প্রশিক্ষণ চলছিল। সেখানে কেএনএফ প্রধান নাথান বম ও অন্য কেএনএফ নেতাদের সঙ্গে তাদের বৈঠক হয় এবং নতুন জঙ্গি প্ল্যাটফর্মের নামকরণ করা হয় ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’।

ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/আরআর/আরকেএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সচিবালয়ে এক ঘণ্টা কর্মবিরতি পালিত, কর্মসূচি চলবে
অবশেষে বাংলাদেশে চালু হতে যাচ্ছে ‘গুগল পে’
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের সতর্কতায় ৩ নম্বর স্থানীয় সংকেত
শারীরিক শক্তি ও প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে লাল মাংস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা