লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৩, ২০:৪৩
অ- অ+

লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের সদর উপজেলার মহেন্দ্রনগর বুড়িরবাজার এলাকায় দ্রুতগামী ট্রাকের সাথে ব্যাটারিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে চারজন।

বুধববার সাড়ে ৪টা দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরবাজার ইন্দারপাড় এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার চৌধুরীহাট জমিদার বাড়ি গ্রামের নবিউল ইসলাম (৩৫), অন্যজনের নাম পরিচয় জানা যায়নি। আহতরা হলেন, সদর উপজেলার নূর ইসলামের ছেলে বাদশা মিয়া (২৭), হাতীবান্ধা উপজেলার নূর ইসলামের ছেলে ওলিয়ার রহমান ও তার দুই মাসের এক শিশু সন্তান চারজন ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কের ইন্দারপাড় এলাকায় অটোরিকশাটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচরে রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যায় একজন। আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে আনা হলে এখানে মারা যান অপর একজন। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।

লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

(ঢাকাটাইমস/০১মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারত-পাকিস্তান সংঘাত: বিমানের টরেন্টো, রোম ও লন্ডন ফ্লাইটের সময় পরিবর্তন
প্রাইমএশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যা: আলোচিত তরুণী টিনা ৩ দিনের রিমান্ডে
কুমিল্লার সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের এপিএস আব্দুল কাদের ঢাকায় গ্রেপ্তার 
ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা