‘এলার্জির উৎস’ ব্রয়লার মুরগি ২৬০ হবে কল্পনা করেনি ক্রেতা সাধারণ, বর্জনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মার্চ ২০২৩, ১১:৩২
ব্রয়লার মুরগি খেলে অনেকের এলার্জির সমস্যা হয়। ব্রয়লার মুরগির মাংস মানুষ না পেরে খায়। এই মুরগির কেজি ২৬০ টাকা। কখনো কল্পনা করিনি এর দাম সবকিছুর রেকর্ড ছাড়াবে।
শুক্রবার সকালে রাজধানীর রামপুরা বাজারে ক্রেতা সনি চন্দ্র ঢাকা টাইমসকে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমার মনে হয় যে পণ্যের দাম বাড়বে সেই পণ্য মানুষ যদি না খায়, আশা করি পণ্যগুলোর দাম নাগালে চলে আসবে। কিন্তু আমাদের দেশে উল্টো যে পণ্যের দাম বাড়ে সেই পণ্য বেশি বেশি ক্রয় করে মানুষ। এর জন্য আরও বেশি দাম বেড়ে যায়।’
শুক্রবার সকালে সরজমিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত বছরের মতো সবজি-মাছসহ নিত্যপণ্য চড়া মূল্যে বিক্রি হচ্ছে। এছাড়া গরু-খাশি, মুরগি অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। নিম্ন ও মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা।
মাংসের বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংসের দাম ৭৫০ টাকা কেজি, খাশির মাংস ১০৫০ থেকে ১১০০ টাকা, বকরির মাংস ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে ব্রয়লার মুরগির কেজি ২৬০ টাকা, লেয়ার মুরগি ৩৩০ টাকা, সোনালি মুরগি ৩৫০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া লেয়ার মুরগির ডিমের ডজন ১৩০ থেকে ১৩৫ টাকা, হাঁসের ডিম ২২০ টাকা, দেশি মুরগির ডিমের ডজন ১৯০ টাকা।
সবজির বাজার ঘুরে দেখা গেছে, শিম প্রতিকেজি ৬০ টাকা, করলা ৮০ টাকা, টমেটো ৪০ থেকে ৫০ টাকা, বেগুনের কেজি ৮০ টাকা, পটল ৮০ টাকা, ঢেঁড়স ৯০ থেকে ১০০ টাকা, পেঁপে ৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, শসা ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, বরবটি ১০০ টাকা, কচুর লতি ৭০ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা, ধুন্দুল ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া আকারভেদে প্রতিটি বাঁধাকপি ও ফুলকপি ৪০ টাকা, লাউ ৫০ থেকে ৭০ টাকা, প্রতিটি চালকুমড়া ৫০ থেকে ৭০ টাকা, কাঁচা কলার হালি ৩০ থেকে ৪০ টাকা, লেবুর হালি ২০ থেকে ৩০ টাকা।
মাছের বাজারে দেখা গেছে, টাকি মাছের কেজি ৩৫০ থেকে ৪০০ টাকা, শোল মাছ ৮০০ থেকে ৯০০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, শিং মাছ ৪০০ থেকে ৪৫০ টাকা, চাষের কই ২৫০ টাকা, রুই মাছ ৩০০ থেকে ৩৫০ টাকা, পাবদা ৩০০ থেকে ৪৫০ টাকা, কাঁচকি মাছ ২৮০ থেকে ৩০০ টাকা, পাঙ্গাশ ১৮০ থেকে ২০০ টাকা, কাতল ২৮০ থেকে ৩২০ টাকা, টেংরা ৪০০ টাকা, বোয়াল আকার ভেদে ৫০০ থেকে ১০০০ টাকায় কেজি বিক্রি হচ্ছে।
এছাড়া দুই কেজি ওজনের নদীর পাঙ্গাশ ৬০০ টাকা, চিংড়ি আকার ভেদে ৫০০ থেকে ৯০০ টাকা, রূপচাঁদা আকার ভেদে ৭০০ থেকে ১২০০ টাকা, ৯০০-৯৫০ গ্রাম ওজনের ইলিশ ১১০০ থেকে ১২০০ টাকা, ৭০০ গ্রামের ইলিশ ৮৫০ টাকা, ৬০০ গ্রামের ইলিশ ৭৫০ টাকা, সাড়ে ৩০০ গ্রাম ওজনের ইলিশ ৫২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
বড় আকারের পেঁয়াজ প্রতি কেজি ৪৫ থেকে ৫০ টাকা, মাঝারি পেঁয়াজ ৪০ টাকা, ছোট পেঁয়াজ ৩০ টাকা, ভারতীয় কালো জাতের পেঁয়াজ ৩৫ টাকা, চাইনিজ আদা ২২০ থেকে ২৫০ টাকা, মিয়ানমারের আদা ১০০ থেকে ১২০ টাকা, দেশীয় পুরাতন রসুন ৮০ থেকে ১০০ টাকা, নতুন রসুন ১২০ টাকা, চাইনিজ রসুন ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
(ঢাকাটাইমস/১০মার্চ/পিআর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

জাতির জনকের সমাধিসৌধে কেবি কর্মচারী ইউনিয়ন নেতাদের শ্রদ্ধা নিবেদন 

নারী প্রশিক্ষণার্থীদের মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্পন্ন 

ঋণের সুদহার ১৪ শতাংশের বেশি হবে না, বাংলাদেশ ব্যাংকের আশ্বাস

ভারতীয় পেঁয়াজ আমদানির পর দেশি পেঁয়াজের দাম বাড়ালেন পাইকাররা

ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর

কৃষকদের আর্থিক সহায়তা দিল সাউথইস্ট ব্যাংক

ঈদ উপলক্ষ্যে দেশব্যাপী বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ‘ট্রাক সেল’ কার্যক্রম উদ্বোধন

বিসিএসআইআর ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা চুক্তি স্বাক্ষর

ঈদ উপলক্ষে ওয়ালটনের বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পণ্য উন্মোচন 

বাজেট ২০২৪-২৫: ধনীদের কর বাড়ছে

এই বিভাগের সব খবর

শিরোনাম :