দিনকাল বন্ধে বিশিষ্টজনের উদ্বেগ, প্রকাশনা ফিরিয়ে দেওয়ার দাবি

দৈনিক দিনকাল বন্ধ করে দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বিশিষ্টজনরা। শুক্রবার সংবাদ মাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে তারা দিনকালের প্রকাশনা অবিলম্বে ফিরিয়ে দেয়ার দাবি জানান।
বিশিষ্টজনরা হলেন:
প্রবীণ সাংবাদিক ও কবি এরশাদ মজুমদার, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত ছড়াকার ও সাংবাদিক আবু সালেহ, একুশে পদক প্রাপ্ত গীতিকার ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মনিরুজ্জমান মনির, বিশিষ্ট গীতিকার মুন্সি ওয়াদুদ, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক ড. রেজোয়ান সিদ্দিকী, বিশিষ্ট সাংবাদিক ড. আবদুল হাই সিদ্দিকী, অধ্যাপক কবি ড. জমীর হোসেন, অধ্যাপক ও কবি ড. পাবলোশাহী, বিশিষ্ট সাংবাদিক ও ছড়াকার ড. সৈয়দ নূরুল হুদা রনো, অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান, কবি ও সাংবাদিক মাহমুদ শফিক, কবি ও সাংবাদিক হাসান হাফিজ।
এছাড়াও আছেন, কবি ও সাংবাদিক সৈয়দ কাজিম রেজা, ঔপন্যাসিক ও সাংবাদিক গাজীউল হাসান খান, ঔপন্যাসিক নূরুল হাসান খান, কবি, আবৃত্তিকার ও নাট্যকার কাজী আসাদ, কবি আলী মামুদ, নাট্যকার তরঙ্গ আনোয়ার, চিত্র নায়িকা কেয়া চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক এম এ মালেক, সাংস্কৃতিক সংগঠক জাহাঙ্গীর আলম শিকদার, কবি কামরুল হাসান, কবি গাজী ফারুক, ছড়াকার ও টিভি সাংবাদিক সালাম ফারুক, ছড়াকার খান মোজাম্মেল, সাংবাদিক ও লেখক সৈয়দ আফজাল বাসেত, ছড়াকার ডা. সজল আশফাক, কবি ও সাংবাদিক রফিক হাসান, কবি ও সাংবাদিক রফিক ভূঁইয়া, ফটো সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, কবি ও লেখক রুখসানা মেরিনা।
আরও আছেন, ক্রীড়া সাংবাদিক ড. মেহেদী মাসুদ, কবি ও সাংবাদিক আহমেদ করিম, কবি ও সাংবাদিক সাখাওয়াত হোসেন মুকুল, সাংস্কৃতিক সংগঠক মোহাম্মদ খালেদ, এনাম মুন্না, সংগীত শিল্পী হাসান চৌধুরী, ফয়সল আজিম, নজরুল সংগীত শিল্পী ফরিদা করিম, কবি কামরুন্নাহার, কবি ও সাংবাদিক কাজী ফখরু, গল্পকার আবু সাঈদ জুবেরী, আবৃত্তিকার সীমা ইসলাম, কবি সেলিম বালা, সংগীত শিল্পী জামালউদ্দীন নাসির, ছড়াকার নাসির হান্নান, ছড়াকার ও প্রকাশক আমিনুল ইসলাম মামুন, কবি সাদিয়া আরমান, সংগীত শিল্পী ইউনুস ফার্সি, ছড়াকার রফিক লিটন ও ছড়াকার মামুন সারোয়ার।
বিবৃতিতে তারা বলেন, সংবাদপত্র দেশ, জাতি ও মানব সভ্যতা বিকাশের এক সবল মাধ্যম। যে দেশের সংবাদপত্র তথা গণমাধ্যম যতটা স্বাধীন সেই দেশ ততটাই উন্নত। সংবাদপত্র বা গণমাদ্যমের ওপর সরকারের হস্তক্ষেপ এবং প্রকাশনা বন্ধ করে দেওয়ার অর্থ হলো মানুষের স্বাধীনতা হরণ করা। বাক স্বাধীনতা না থাকলে জাতীয় জীবন দুর্বিষহ হয়ে ওঠে।
(ঢাকাটাইমস/১০মার্চ/জেবি/এসএম)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

হজ পালনে সৌদি পৌঁছেছেন ৫০ হাজার, আরও এক হজযাত্রীর মৃত্যু

এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

সৌদি থেকে ফিরল ভুক্তভোগী ১২ নারী কর্মী

স্যাংশন নিয়ে মাথাব্যথা নেই, আমেরিকায় না গেলে কিছু আসে যায় না: প্রধানমন্ত্রী

প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন করতে পারবো বলেই দিয়েছি: প্রধানমন্ত্রী

পিবজার নির্বাচনে হেরে গেলেন ড. কলিমুল্লাহ, নতুন নেতৃত্বে অ্যাড. রুহী ও ডা. রথীন্দ্র

বাসযোগ্য ঢাকার জন্য পরিবেশ শৃঙ্খলা জরুরি: স্থানীয় সরকার মন্ত্রী

পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ আরেক ছাত্রের লাশ উদ্ধার

যেসব সংসদীয় আসনের সীমানায় এসেছে পরিবর্তন
