চীনের মধ্যস্ততায় ইরানের সঙ্গে ফের কূটনৈতিক সম্পর্ক করতে যাচ্ছে সৌদি আরব

সাত বছর পর কূটনৈতিক সম্পর্ক পুনর্বহাল করতে একমত হয়েছে ইরান এবং সৌদি আরব। চীনের রাজধানী বেইজিংয়ে শুক্রবার এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। চুক্তির আওতায় দুই দেশ তেহরান ও রিয়াদে নিজ নিজ দূতাবাস খুলবে। খবর ইরনা, প্রেসটিভি।খবরে জানানো হয়, চুক্তি সইয়ের আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি এবং সৌদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাইদ আল-আইবানের মধ্যে বেইজিংয়ে কয়েকদিন ধরে দীর্ঘ আলোচনা হয়। দু দেশের মধ্যে চুক্তির পর ইরান, সৌদি আরব এবং চীন যৌথ একটি বিবৃতি দিয়েছে।গত মাসে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি চীন সফর করেন এবং সে সময় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিনি বৈঠক করেন। এরপর ইরান ও সৌদি আরবের মধ্যে এই চুক্তি হলো। চুক্তি সইয়ের ক্ষেত্রে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পররাষ্ট্র বিষয়ক কমিশনের পরিচালক ওয়াং ই বিশেষ ভূমিকা রাখেন বলে জানায় ইরানি মিডিয়া।
উল্লেখ্য, সিরিয়ায় গৃহযুদ্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সহযোগিতাকে ক্রেন্দ্র করে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে তৎপর হয় সৌদি আরব। এরই মধ্যে বিশিষ্ট শিয়া ধর্মগুরু নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি। এর ফলে ইরানে বিক্ষোভ করেন অনেক মানুষ। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সৌদি কূটনৈতিক মিশনে আক্রমণ করার পর সৌদি আরব ২০১৬ সালে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।
ঢাকাটাইমস/১১মার্চ/ইএস

মন্তব্য করুন