ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় পথচারী নিহত

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মার্চ ২০২৩, ২২:২৬

ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় আব্দুল হাকীম মীর (৭৫) নামে এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছেন। শুক্তবার সন্ধ্যায় বরিশাল-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজাপুর থেকে বালু বহন করা একটি ট্রলি গালুয়া যাচ্ছিল। এসময় হঠাৎ ট্রলির চাকা পানচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আব্দুল হাকীমের গায়ে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/১৭মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :