পুলিশ খুনের আসামি আরাভকে ফেরাতে জোর তৎপরতা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ মার্চ ২০২৩, ১৭:৪৫
ঢাকায় পুলিশ হত্যা মামলার আসামি দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলামকে দেশে ফেরাতে জোর তৎপরতা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠান যোগদান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
আসামি আরাভকে ফেরাতে ইতোমধ্যে পুলিশের আন্তর্জাতিক সংস্থা-ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরই মধ্যে তাকে (আরাভ খান) ধরতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে। তাকে দেশে ফেরাতে সব রকম চেষ্টা চলছে। তবে আরাভ যেহেতু ভারতীয় পাসপোর্টধারী সেক্ষেত্রে কোন আইনে ইন্টারপোলের মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত আনা হবে সে প্রশ্নের স্পষ্ট জবাব দেননি স্বরাষ্টমন্ত্রী।
এদিকে এর আগে আরাভ ইস্যুতে একই কথা বলেছেন ডিবির প্রধান হারুন অর রশীদ। বলেন, ইন্টারপোলের সহায়তায় দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তার নামে ১২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলেও তথ্য দেন তিনি।
প্রসঙ্গত, বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মো. মামুন এমরান খান হত্যা মামলার পলাতক আসামি আরাভ খান। জেলখানায় নকল আসামি দিয়ে তিনি প্রথমে ভারতে পালিয়ে যান। এরপর সেখান থেকে ভারতীয় পাসপোর্টে দুবাইয়ে প্রবেশ করেন।
(ঢাকাটাইমস/১৮ মার্চ/এএ/এসএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :