চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৩, ১৬:১০
অ- অ+

চুয়াডাঙ্গার দর্শনায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় মুন্না শেখ (৩০) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। রবিবার দুপুর ২টার দিকে দর্শনা পৌর এলাকার হঠাৎপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্না শেখ সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের লাল্টু শেখের ছেলে। বর্তমানে দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ায় শ্বশুরবাড়ি বসবাস করতেন তিনি।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, দুপুরে গ্যারেজে গাড়ি মেরামত করে বাড়ি ফিরছিলেন মুন্না। এসময় হঠাৎপাড়ায় পৌঁছালে তার প্রাইভেটকারটি প্রথমে একটি কুকুরকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মুন্না। দুমড়ে মুচড়ে যায় প্রাইভেটকারটি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।

তিনি আরও জানান, মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবাইদা জামান জয়া জানান, আহত মুন্নাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তরুণদের নিয়ে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নামতে হবে: মজনু
সেলিব্রিটি ক্রিকেট লিগে অশ্লীলতা: ৬ মডেল ও ৩ নির্মাতাকে আইনি নোটিশ
জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের রায় ১ জুন
প্রতিবন্ধী উন্নয়নে দেশব্যাপী ডাটা সংগ্রহ শুরু, সিলেট সেবাকেন্দ্রে পরিদর্শন টিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা