পাকিস্তানি বংশোদ্ভূত মেয়েকে হেলিকপ্টারে বিয়ে সুনামগঞ্জের যুবকের
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
| আপডেট : ১৯ মার্চ ২০২৩, ২০:৫০ | প্রকাশিত : ১৯ মার্চ ২০২৩, ২০:২৭

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লুদুরপুর এলাকার বাসিন্দা যুক্তরাজ্যপ্রবাসী শাহ সিরাজুল ইসলাম। তিনি ছেলের বিয়েতে ব্যতিক্রম আয়োজন করেন। নাতি-নাতনিদের স্বপ্ন আর ইচ্ছে পূরণে সিলেটের বাসা থেকে নিজ গ্রামের বাড়ি জগন্নাথপুরে হেলিকপ্টারে চড়িয়ে ছেলে নিয়ে আসেন। পরে গ্রামের রাস্তায় বাড়ি যান হাতির পিঠে চড়ে। জাঁকজমকপূর্ণ এই বিয়ের আয়োজন দেখতে গ্রামের বিভিন্ন বয়সী মানুষ ওই মাঠে ও সামছুলের গ্রামের বাড়িতে ভিড় করেন।
শনিবার বিকালে সিলেট থেকে হেলিকপ্টার ও হাতির পিঠে করে বর-বউ সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার লুদুরপুর এলাকায় আসেন।