রিজভীর মুক্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৩, ১৯:১০
অ- অ+

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিলে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে নয়াপল্টনে ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার এতে নেতৃত্ব দেন।

বিক্ষোভ মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। মিছিল থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে একের পর এক স্লোগান দেয়া হয়।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সভাপতি আহসান হবীব, আলমগীর হোসেন রনি, উজ্জল হোসেন , হুমায়ুন কবির, জুয়েল সাহা, রিয়াদ মাহমুদ, ছাত্রদলের সহ সভাপতি মিলাদ উদ্দিন ভূঁইয়া, সহ সাধারন সম্পাদক রাজ্জাকুর রহমান রাজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারন সম্পাদক সুজন মোল্লা, সহ সভাপতি লুৎফর, রাশু, আজিম, রকি, কাওসার, মাসুম, যু্গ্ম সম্পাদক সুমন, জাফরসহ আরও অনেকে।

ঢাকাটাইমস/২২মার্চ/জেবি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতে যাওয়ার সময় জীবননগর উপজেলার সাবেক চেয়ারম্যান মোর্তুজা গ্রেপ্তার
নিষিদ্ধ সংগঠন কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: রেজাউল করিম
শ্রীপুরে পিকআপের ধাক্কায় সিএনজিচালক নিহত
আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা