সেই প্রযোজকের নামে আদালতে চাঁদাবাজির মামলা শাকিব খানের

গুলশান থানা থেকে প্রত্যাখ্যাত হয়ে, ডিবি কার্যালয় ঘুরে অবশেষে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে আদালতে মানহানি ও চাঁদাবাজির অভিযোগে নালিশি মামলা করলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে তিনি মামলাটি করেন।
মামলার যাবতীয় কাজ সম্পন্ন করার পর আইনজীবীর সঙ্গে আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাকিব খান।
পরে অভিনেতার পক্ষে তার আইনজীবী মিজানুর রহমান সাংবাদিকদের জানান, এক লাখ অস্ট্রেলিয়ান ডলার চাঁদা দাবি, মিথ্যা অভিযোগ এবং হত্যার হুমকির অভিযোগে রহমত উল্লাহর নামে মামলা করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, আগামী ২৬ এপ্রিল রহমত উল্লাহকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।
গত ১৫ মার্চ কিং খানের নামে এফডিসিতে গিয়ে অসদাসরণ, মিথ্যা আশ্বাস ও ধর্ষণের লিখিত অভিযোগ করেন এই অস্ট্রেলিয়া প্রবাসী, যিনি নিজেকে ‘অপারেশন অগ্নিপথ’ ছবির প্রযোজক দাবি করেন। রহমত উল্লাহর অভিযোগ, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় এই ছবির শুটিংয়ে গিয়ে এক নারী সহ-প্রযোজককে নিজের হোটেল কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন শাকিব খান।
রহমত উল্লাহ এমন দাবিও করেন, ধর্ষণের অভিযোগে শাকিব খানের নামে অস্ট্রেলিয়ায় মামলা হয়েছিল। তিনি দেশটির পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছিলেন। পরে প্রভাব খাটিয়ে ছাড়া পান।
নিজের বিরুদ্ধে উঠা এমন অভিযোগের তিন দিনের মাথায় গত শনিবার (১৮ মার্চ) মধ্যরাতে কিং খান গুলশান থানায় গিয়েছিলেন রহমত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করতে। কিন্তু গুলশান থানা মামলা না নিয়ে কিং খানকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। বলে, এটা বিগ ইস্যু।
সেদিন থানা থেকে বেরিয়ে শাকিব খান জানিয়েছিলেন, তিনি রহমত উল্লাহর নামে রবিবার আদালতে মামলা করবেন। যদিও তিনি সেদিন আদালতে মামলা না করে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে গিয়ে রহমত উল্লাহর নামে অভিযোগ জানান। অবশেষে বৃহস্পতিবার করলেন আদালতে মামলা।
এদিকে, যার বিরুদ্ধে কিং খান চাঁদাবাজির মামলা করলেন, সেই কথিত প্রযোজক রহমত উল্লাহ দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছেন আরও দুই দিন আগে। সেখান থেকেই তিনি বুধবার আইনজীবীর মাধ্যমে শাকিব খানকে আইনি নোটিশ পাঠিয়েছেন। কিং খানকে তিন দিনের আল্টিমেটামও দিয়েছেন।
গত ১৮ মার্চ গুলশান থানা থেকে বেরিয়ে এবং পরদিন ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রহমত উল্লাহকে ‘ভুয়া প্রযোজক’, ‘বাটপার’, ‘প্রতারক’ আখ্যা দেন শাকিব খান। তিনি ‘অপারেশন অগ্নিপথ’ ছবিটির প্রযোজক নন বলেও দাবি করেন কিং খান।
সেসব মন্তব্যকে ‘আপত্তিকর’ উল্লেখ করে শাকিব খানকে আইনি নোটিশ পাঠিয়েছেন রহমত উল্লাহ। সেখানে তিনি উল্লেখ করেছেন, কিং খানকে তার মন্তব্য প্রত্যাহার করতে হবে এবং তাকে তিন দিনের মধ্যে ক্ষমাও চাইতে হবে। নইলে অভিনেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
নিজের ফেসবুক ওয়ালে সেই লিগ্যাল নোটিশের ছবি পোস্ট করে রহমত উল্লাহ জানান, তার পক্ষে শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশি আইনজীবী ড. মো. তবারক হোসেন ভূঁইয়া। মঙ্গলবার রাত ৮টার দিকে সেই লিগ্যাল নোটিশ শাকিব খান গ্রহণ করেছেন বলেও তার দাবি।
(ঢাকাটাইমস/২৩মার্চ/এলএম/এজে)
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

‘জুসেরা লিকুইড হ্যান্ডওয়াশ’-এর বিজ্ঞাপনে রিয়াজ-মৌ খান

হঠাৎ ডিবি অফিসে জায়েদ খান

ছবি-ভিডিও ফাঁসের প্রমাণ চেয়ে পাল্টা মামলার হুঁশিয়ারি পরীমনির

চলে গেলেন প্রথম বাংলাদেশি চলচ্চিত্রের নায়িকা পিয়ারী বেগম

২৫তম জাতীয় শিল্প প্রদর্শনীতে আলোকচিত্র বিভাগে শ্রেষ্ঠ আসলাম

হৃদি হকের ‘১৯৭১ সেইসব দিন’ মুক্তি পাচ্ছে ১৮ আগস্ট

তিন অভিনেত্রীর সঙ্গে গোপন ভিডিও ফাঁস, সাইবার ক্রাইমে শরীফুল রাজ

তিন অভিনেত্রীর সঙ্গে স্বামী রাজের ভিডিও ফাঁসের অভিযোগ, পরীমনি বললেন...

রাজের আইডি থেকে ভিডিও ফাঁস, যা বললেন সুনেরাহ
