মাদারীপুরে বাসের ধাক্কায় ইজিবাইক চালকের মৃত্যু, আহত ৩

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২৩, ১৪:৩৬| আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৫:৪৭
অ- অ+

মাদারীপুরে বরিশালগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক উল্টে চালক নিহত হয়েছেন। এ সময় ওই ইজিবাইকে থাকা আরও তিন যাত্রী আহত হন।

শনিবার বেলা ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ইজিবাইক চালকের নাম ইয়ার হোসেন খান (৩৫)। তিনি সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার ইলিয়াস খানের ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে ইয়ার হোসেন তার ব্যাটারিচালিত ইজিবাইকে তিনজন যাত্রী নিয়ে তাঁতিবাড়ি দিকে যাচ্ছিলেন। তার ইজিবাইকটি ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর স্ট্যান্ড থেকে ৩০০ মিটার দূরে ময়লার ভাগারের কাছে আসা মাত্রই ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস ইজিবাইকটি পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ইজিবাইকের চালক ইয়ারসহ আহত হন চার জন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার পর ইয়ারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ফয়জুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে সদর হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ইয়ার হোসেনের মাথায় আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। এ কারণে হাসপাতালে আসার পরপরই ইয়ারের মৃত্যু হয়।’

এ সম্পর্কে মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা রসুল বলেন, ‘মহাসড়কে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটির ধাক্কায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে গেছে। ওই ইজিবাইকে যারা ছিল তাদের মধ্যে একজন মারা গেছে। বাকি তিনজন আহত হয়েছেন। ঘাতক বাসটি পুলিশ জব্দ করেছে। তবে চালক ও তার সহকারী দুর্ঘটনার পর পালিয়ে গেছেন।’

(ঢাকাটাইমস/২৫মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুদকের মামলায় জামিন পেলেন জুবাইদা রহমান
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
বেনাপোল কাস্টমসে কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতি আমদানি-রপ্তানি ও পণ্য খালাস বন্ধ
কাশিয়ানীতে ছিনতাই হওয়া তেলবাহী ট্রাক উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা