শ্রীপুরে গাড়িচাপায় পথচারী নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২৩, ১৪:১৩
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে জেলা আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান পলানের গাড়ির চাপায় এক পথচারী নিহত হয়েছেন।

রবিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার রাজেন্দ্রপুর-কাপাসিয়া সংযোগ সড়কের ধলাদিয়া ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত নারায়ণ চন্দ্র সাহার (৬০) বাড়ি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায়। আক্তারুজ্জামান পলান গাজীপুর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেন।

এসআই মো. কবির হোসেন বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। গাড়িটি জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তারুজ্জামান পলানের বলে জানতে পেরেছি। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’

এ নিয়ে জানতে চাইলে আক্তারুজ্জামান পলান বলেন, ‘দুর্ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। কীভাবে দুর্ঘটনা হয়েছে তা আমি এখনো জানতে পারিনি। কী হয়েছে জানতে খোঁজ-খবর নিচ্ছি।’

স্থানীয় ব্যবসায়ী আল আমিন বলেন, ‘আজ সকাল পৌনে ১০টার দিকে লাদিয়া ডিগ্রি কলেজের সামনে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন নারায়ণ চন্দ্র সাহা। এ সময় আক্তারুজ্জামান পলানের প্রাইভেট কার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় প্রেস ক্লাবের বিবৃতি: মিডিয়াকে হুমকি প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ
কুমিল্লায় নার্সারি থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার
ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা