খালেদা জিয়া ও রিজভীর সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০২৩, ২১:৩৯

বিএনপি চেয়ারপারসন বেগম বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল হয়েছে।

রবিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স রুমে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে মানব সেবা সংঘ।

সাবেক ছাত্রনেতা মুফতিজুল কবীর কিরণের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন জিয়াউর রহমান আর্কাইভ এর সম্পাদক সঞ্জয় দে রিপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক খালেদ হাসান চৌধুরী পাহিন।

রিজভী আহমেদকে নিয়ে স্মৃতিচারণের এক পর্যায়ে ইঞ্জিনিয়ার পাহিন বলেন, ১৯৭৯ সালে ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক হওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজে ছোট ভাই মাইনুল আহসান পিংকু সেখানের কোষাধ্যক্ষ হন। ১৯৮০ সালে বিরোধীদল কর্তৃক ১৮ জুন নিহত হওয়ার পর প্রেসিডেন্ট জিয়ার তত্বাবধানে তদন্ত কার্যক্রম পরিচালনার সময় তার সান্নিধ্যে পুরোপুরিভাবে রাজনীতিতে প্রবেশের পর রিজভী আহমেদের সঙ্গে আত্মিক যোগাযোগ তৈরি হয়।

তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও অসুস্থ রিজভী আহমেদ এর সুস্থতা কামনা করেন। সেইসঙ্গে সমস্ত বন্দীদের এবং তারেক রহমানের মিথ্যা মামলার অবসান কামনা করেন।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন মানব সেবা সংঘের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপন খান, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শামীম রাব্বি সঞ্চয়, সহ-সভানেত্রী রোকেয়া হক রুকু, যুগ্ম সাধারণ সম্পাদক রবিন হোসেন, চিত্রশিল্পী রকিবুল হাসান, সহ-সাধারণ সম্পাদক গোপাল সরকার প্রদীপ, সহ-সাংগঠনিক সম্পাদক নাসিম শাহ্, ঝলক সরকার ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক বাদল সরকার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক ননী গোপাল রায়, সম্মানিত সদস্য কাউসার আলম, সম্রাট আহমেদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আকতার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, কোতয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদুল ইসলাম অমি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা আলমগীর হোসেন লেলিন।

(ঢাকাটাইমস/২৬মার্চ/জেবি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

হঠাৎ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে নায়ক ফেরদৌসের সাক্ষাৎ

উন্নয়নের মিথ্যা বুলি শুনিয়ে সরকার জাতির হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: এবি যুবপার্টি

বিদুৎখাতে সরকারের মহাদুর্নীতির কারণে লোডশেডিং: জাগপা সভাপতি

আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত বরদাশত করা হবে না: হানিফ

দুর্নীতি মামলায় তারেক-জোবায়দার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অব্যাহত

সংলাপের কথা শুনে বিএনপির মুখে জল এসে গেছে: ওবায়দুল কাদের

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি লেবার পার্টির

দেশ দুর্নীতিতে অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে: অলি

যেকোনো সময় দেশে ফিরতে পারবেন বিএনপি নেতা সালাহউদ্দিন: পররাষ্ট্র মন্ত্রণালয়

আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভা শুক্রবার

এই বিভাগের সব খবর

শিরোনাম :