রাজধানীতে অস্ত্র কেনাবেচার সময় দুই জন আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৩, ১৪:২৮
অ- অ+

রাজধানীর পল্লবীতে অস্ত্র কেনাবেচার সময় হাতে নামে দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি।

রবিবার রাতে পল্লবীর বাউনিয়াবাদ কালসী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযুক্তরা হলেন- শাহরিয়ার মাহমুদ রনি ও কাজী মহিউদ্দিন ডালিম।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম ঢাকাটাইমসকে বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কয়েকজন ব্যক্তি অস্ত্র-গুলি বিক্রির জন্য বাউনিয়াবাদ কালসী মহাসড়কের পাশে একটি দোকানের সামনে অবস্থান করছে। এমন সংবাদে পুলিশের একটি দল তাৎক্ষণিক সেখানে অভিযান চালায়। এসময় দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র-গুলি কেনা-বেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তাদের বিরুদ্ধে পল্লবী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলেও জানান পারভেজ।

ঢাকাটাইমস/২৭মার্চ/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক দলের বিচারের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর
হবিগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা