মাদারীপুরে ট্রাকচাপায় বাকপ্রতিবন্ধী যুবক নিহত

মাদারীপুর প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৩, ১৪:২৫
অ- অ+

মাদারীপুরে ট্রাকচাপায় সৈয়দ রেজাউল (৩৫) নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের রাজধরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৈয়দ রেজাউল সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বলাইরকান্দি গ্রামের সৈয়দ রবের ছেলে।

স্বজনরা জানায়, রাজধরদী এলাকায় বোনের বাসায় বেড়ানে শেষে নিজবাড়ির উদ্দেশ্যে বের হন রেজাউল। যানবাহনের জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। সকালে বেপারোয়া একটি ট্রাক রেজাউলকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। পরে পরীক্ষা-নিরীক্ষা করে রেজাউলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিভোগ দিলে আইনহত ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছে।

(ঢাকাটাইমস/০৭এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা