কুলাউড়ায় দুস্থ ও এতিমের মাঝে স্টেপ অ্যাহেড বাংলাদেশের ঈদসামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষদের ঈদ সামগ্রী এবং এতিমের মাঝে ইফতার বিতরণ করেছে শিশু-কিশোরদের স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ অ্যাহেড বাংলাদেশ।
প্রতি বছরের মতো এবারো এ সংগঠনটির স্বেচ্ছাসেবীরা বুধবার (১২ এপ্রিল) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনসুর গ্রামে শতাধিক মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করে। এছাড়াও সংগঠনের সদস্যরা স্থানীয় মনসুর আশরাফিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিশুদের জন্য ইফতার মাহফিলেরও আয়োজন করে।
স্কুলের শিশু-কিশোরদের সংগঠনটি ২০২১ সাল থেকে সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করাসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় সংগঠনটি এবার ঈদসামগ্রী ও ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করে। -বিজ্ঞপ্তি
(ঢাকাটাইমস/১২এপ্রিল/কেএম)

মন্তব্য করুন