দায়িত্বে অবহেলায় হবিগঞ্জ সদর হাসপাতালের আরএমওর দণ্ড

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৩, ২২:০৩
অ- অ+

মেডিকেল সার্টিফিকেট (এমসি) ও ময়নাতদন্ত প্রতিবেদনের বিষয়ে দায়িত্বে অবহেলার দায়ে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোমিন উদ্দিন চৌধুরীকে দণ্ড দিয়েছেন আদালত। বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তাকে ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আদালতের স্টেনোগ্রাফার মোহাম্মদ মোতাহের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদেশে দণ্ডিত আরএমওর প্রতি সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, আরএমও ডা. মোমিন উদ্দিন চৌধুরী মাধবপুর উপজেলার একজন ভিকটিমের মেডিকেল সার্টিফিকেট ও ময়নাতদন্ত প্রতিবেদন দিতে ৬টি তারিখের আদেশ অমান্য করেছেন। বারবার নির্দেশের পরও তিনি তা আদালতে দাখিল করেননি। ফলে মামলাটি স্থিতাবস্থায় রয়েছে। এ ব্যাপারে বারবার কারণদর্শানোর নির্দেশনা দিলেও তিনি আইনানুগ যোগাযোগ ছাড়া আদালতকে কোনো ধরনের সহযোগিতা করেননি। ইচ্ছাকৃতভাবে দীর্ঘদিন যাবত এমসি এবং ময়নাতদন্ত প্রতিবেদন প্রদানে খামখেয়ালি আচরণ করেন। তাই আদালত আরএমওর বিরুদ্ধে এ আদেশ দেন। তবে বিকালেই হাসপাতালের পক্ষ থেকে আপিল করা হয়। তখন আদালত আপিল মঞ্জুর করে সাজা স্থগিত করেন।

এ ব্যাপার সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোমিন উদ্দিন চৌধুরী বলেন, আদেশের বিষয়টি আমি জেনেছি। আদেশের কপি এখনো আমার হাতে আসেনি।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারত-পাকিস্তান সংঘাত: বিমানের টরেন্টো, রোম ও লন্ডন ফ্লাইটের সময় পরিবর্তন
প্রাইমএশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যা: আলোচিত তরুণী টিনা ৩ দিনের রিমান্ডে
কুমিল্লার সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের এপিএস আব্দুল কাদের ঢাকায় গ্রেপ্তার 
ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা