ইতালিতে পালমা কাম্পানিয়া শাখা বিএনপির আয়োজনে ইফতার মাহফিল
ইতালির পালমা কাম্পানিয়া শাখা ইতালি বিএনপির আয়োজনে ইফতার মাহফিল গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনে গণতন্ত্র ফিরিয়ে এনে মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল পালমা কাম্পানিয়া, সান জেন্নারু ও সান জুসেপ্পে শাখা ইতালি বিএনপি‘র আয়োজনে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা ও ইফতার মাহফিল।
সংগঠনের সভাপতি মিজানুর রহমান বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুন আলম মাহবুবের পরিচালনায় সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল বারেক, যুগ্ম সম্পাদক মনজুর হোসেন, সুরুজ জামান, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, সম্মানিত এক নম্বার সদস্য মাজাহারুল হক জয় ও সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দসহ প্রায় পাঁচ শতাধিক জাতীয়তাবাদী নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে ইফতার পূর্বে খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং জিয়া পরিবারসহ দেশের সকল দেশপ্রেমিক জাতীয়তাবাদী নিহতের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এআর)
মন্তব্য করুন