বাহরাইন প্রবাসীর বাড়িতে ভাঙচুর ও মালামাল লুটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাহরাইন প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৪, ১২:১৮| আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১২:৪৬
অ- অ+

পূর্ব শত্রুতার জেরে কুমিল্লার লালমাই উপজেলার বাহরাইন প্রবাসী মোহাম্মদ জামাল লিটনের গ্রামের বাড়িতে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা বাড়িঘর ভাঙচুর, দুই লাখ টাকা ও স্বর্ণের গহনাসহ ১২ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করে জাতীয় শ্রমিক লীগ বাহরাইন শাখা।

শনিবার বাহরাইনের রিফা শহরের করাছি রেস্টুরেন্টে জাতীয় শ্রমিক লীগ বাহরাইন শাখার সভাপতি আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে এবং নুরুল ইসলাম ও রিয়াজুল আকরামের যৌথ পরিচালনায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার সাধারণ সম্পাদক এম এ হাশেম।

বিশেষ অতিথি ছিলেন ফুলতলী ইসলামী সোসাইটির সভাপতি রসিদ আহমেদ চৌধুরী, কামাল হোসেন, সাব্বির আহমেদ, মাহতাব, সোহেল, ফারুক, জাফর শেখ, উপদেষ্টা শাহিন আহমেদ, আনোয়ার, মিজান রিয়াদ, নুরে আলম সহ অনেকে।

জানা যায়, ১০ মে রাতে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে সন্ত্রাসী ও ডাকাত দলের সংঘবদ্ধচক্র বাড়িঘর ভাঙচুর করে দুই লাখ টাকা ও স্বর্ণের গহনাসহ ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ডাকাত দলের সদস্যদের নাম জানানোর পরও পুলিশ এখনো তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি।

এসময় পরিবার ও সন্তানেরা আতঙ্কে দিন কাটাচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী মোহাম্মদ জামাল লিটন।

বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ বাহরাইন শাখার নেতারা এই ব্যাপারে সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

ভুক্তভোগী মোহাম্মদ জামাল লিটন মাননীয় প্রধানমন্ত্রী, আইজিপির হস্তক্ষেপ কামনা এবং কুমিল্লার পুলিশ সুপার, লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এই ব্যাপারে সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

(ঢাকা টাইমস/১৭জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা