ইতালিতে ইদ্রিস ফরাজিকে নাগরিক সংবর্ধনা 

ইউরোপ ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৪, ১১:৪২| আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১২:৫১
অ- অ+

ইতালি আওয়ামী লীগের সফল সভাপতি, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব এবং শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজীকে ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের সভাপতিত্বে ও সহ-সভাপতি হাদীউল ইসলাম হাদির পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি হাবীব চৌধুরী।

সংবর্ধিত অতিথি মোহাম্মদ ইদ্রিস ফরাজী ইতালি আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আজকের সকল অর্জন ও সম্মান সবকিছুই আপনাদের জন্য।

তিনি আরও বলেন, যোগ্য নেতৃত্বের মাধ্যমে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে ইতালি আওয়ামী লীগকে তিনি আরো শক্তিশালী করবেন, প্রবাস থেকে বঙ্গবন্ধুর স্বপ্ন এবং শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ইতালি আওয়ামী লীগকে শক্তিশালী করে দেশেও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে প্রবাসীদের মুখ উজ্জ্বল করেছেন হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী।

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

(ঢাকা টাইমস/১৪জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা