পর্তুগাল মাতাতে আসছেন শিল্পী আসিফ আকবর।

সাগর কন্যার দেশ হিসেবে পরিচিত পর্তুগালের লিসবন মাতাতে আসছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠ শিল্পী আসিফ আকবর। পর্তুগালে এটাই তার প্রথম সফর। বাংলা গানের যুবরাজ হিসেবে খ্যাত শিল্পী আসিফ আকবর ‘ও প্রিয়া তুমি কোথায়’- এই এক গান দিয়েই বিশ্বের সকল বাংলা ভাষাভাষীদের মাঝে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। এরপরের গল্প শুধুই সফলতার।
সম্প্রতি জনপ্রিয় গায়ক আসিফ আকবরের ক্যারিয়ারে যোগ হলো নতুন পালক মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক ও ডন রূপে হাজির হচ্ছেন একটি গানচিত্রে। গানটির শিরোনাম 'দ্য লাস্ট ডন'। তারপর থেকেই ইউরোপের বিভিন্ন দেশে লাইভ শো করতে আগ্রহী হয়ে উঠেন।
তারই ধারাবাহিকতায় বাংলা গানের যুবরাজ দর্শক মাতাতে আসছেন পর্তুগালের রাজধানী লিসবনে।
শুক্রবার (১২ জুলাই) লিসবনের একটি রেস্টুরেন্টে কুমিল্লা উত্তর কমিউনিটি অব পর্তুগাল একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সময় সন্ধ্যা ৮টায় সংগঠনের সভাপতি শাহজাহান সিরাজ টিটুর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মো. এনামুল হকের সঞ্চালনায় সংবাদ সম্মেলন শুরু হয়।
সংবাদ সম্মেলনে বিস্তারিত আলোচনা করেন সংগঠনের সভাপতি শাহজাহান সিরাজ টিটু।
তিনি বলেন, কুমিল্লার কৃতি সন্তান গানের জাদুকর আফিস আকবর পর্তুগাল আসবেন ২৩ জুলাই। লিসবোয়া এও ভিভো কনসার্ট হলে ২৪ জুলাই বুধবার কনসার্টটি অনুষ্ঠিত হবে। আমরা কুমিল্লা উত্তর কমিউনিটি আয়োজন করলেও এটি সকল প্রবাসীদের একটি অনুষ্ঠান। ১৫শ দর্শক ধারণ ক্ষমতার হলটিতে তিনটি ক্যাটাগরিতে টিকেট ভাগ করা হয়েছে, যার মধ্যে ২শ ভিআইপি টিকিটের মূল্য ২৫ ইউরো। গোল্ডেন সার্কেল টিকিট মূল্য ১৫ ইউরো ও সাধারণ আসনে মূল্য ১০ ইউরো। গানের অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেছে লিসবনের "জহির ক্যাশ এন্ড কারী" "মাতৃভান্ডার মানিট্রান্সফার" এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. জুয়েল ইসলাম।
সোমবার থেকে লিসবনের কন্টিনেন্টালের যেকোনো ওয়ার্টনের শোরুমে অথবা অনলাইনে টিকিট পাওয়া যাবে।
(ঢাকাটাইমস/১৩জুলাই/পিএস)

মন্তব্য করুন